মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দোকান বন্ধ করে বাড়িতে ফেরার পথে ছিনতাইকারীদের হামলার শিকার হন আফজল মিয়া (২১) এবং ফয়সল মিয়া (২৭) নামে দুই ব্যবসায়ী। এ সময় তাদেরকে ছুরিকাঘাত করে গুরুতর জখম করা হয়।
রবিবার (৫ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার লইয়ারকুল এলাকার রুশনি অটো রাইস মিলের পাশে এ ঘটনা ঘটে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে এবং হাবিব উল্লাহ নামে একজন ছিনতাইকারীকে ধরে গণপিটুনি দেন। এরপর আহত দু’জন এবং উক্ত ছিনতাইকারেকে স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শারমীন আক্তার বলেন, ছিনতাইয়ের ঘটনায় স্থানীয়রা দুই ব্যবসায়ী এবং গণপিটুনিতে আহত একজনকে হাসপাতালে নিয়ে আসলে আমরা একজনকে মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার্ড করেছি। বাকিদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহত ব্যবসায়ী ফয়সল মিয়া ও তার ভাই আফজল মিয়া এলাকায় বিকাশ ব্যবসা করেন। তারা সাতগাঁও এলাকার আব্দুস সামাদের পুত্র।
উপজেলার ভুনবীর ৭ নম্বর ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়াজ ইকবাল মাসুদ জানায়, আহতরা দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ছিনতাইয়ের শিকার হন। ছিনতাইকারীরা তাদের চুরিকাঘাত করে তাদের সাথে থাকা টাকার ব্যাগসহ নগদ ৩ লাখ টাকা ছিনিয়ে নেয়। এ সময় আহতদের চিৎকার শুনে গ্রামের লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন এবং একজন ছিনতাইকারেকে ধরে গণপিটুনি দেন।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানায়, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টির তদন্ত অব্যাহত রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কেকে/বি