"শিক্ষকতা পেশা, মিলিত প্রচেষ্টায় দীপ্তি" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পঞ্চগড়ের বোদা উপজেলায় বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়েছে।
বুধবার (৫ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ হলরুমে শিক্ষক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বোদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রবিউল ইসলাম।
উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভাস্থলে গিয়ে শেষ হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষকরা হচ্ছেন জাতির মেরুদণ্ড ও আলোর বাতিঘর। একটি শিক্ষিত ও আলোকিত জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। মিলিত প্রচেষ্টার মাধ্যমেই কেবল শিক্ষকতা পেশার গৌরব ও মর্যাদাকে আরও উজ্জ্বল করা সম্ভব।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বোদা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান ও সাধারণ সম্পাদক আসাদুল্লাহ্ আসাদ, এনসিপি নেতা শিশির আসাদ প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
কেকে/বি