মা ইলিশ সংরক্ষণে ৪-২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিনের জন্য নদীতে শুরু হয়েছে অভিযান। অভিযানের প্রথম দিনেই রাজবাড়ীর পদ্মা নদীর অংশ নৌকা শূন্য হয়ে পড়েছে।
শনিবার (৪ সেপ্টেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত রাজবাড়ীর কালীতলা, গোদার বাজার, উড়াকান্দা, অন্তারমোড়সহ পদ্মা নদী তীরবর্তী বিভিন্নস্থানে এমন চিত্র দেখা যায়।
এ সময় বেশির ভাগ জেলেরা তাদের মাছ ধরা নৌকা নদীর পাড়ে ভিরিয়ে জাল টেনে তোলার পাশাপাশি অনেককে নৌকা ও জাল মেরামত করতে দেখা গেছে।
এদিকে মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরু হলেও রাজবাড়ীর কোন জেলে পরিবার এখন পর্যন্ত সরকারি চাল বা অন্য কোন সহায়তা পান নাই ।
রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা গেছে, ইলিশ মাছ ধরার সাথে সর্ম্পৃক্ত রাজবাড়ী জেলার মোট নিবন্ধিত জেলের সংখ্যা ৫ হাজার ৭৭৭ জন। এর মধ্যে ৫ হাজার ৪৯৭ জন জেলে পরিবারকে ২৫ কেজি হারে চাল প্রদানে জন্য ১৩৭ দশমিক ৪৩ মেট্রিকটন চাল বরাদ্দ এসেছে।
রাজবাড়ী জেলা-উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব উল হক বলেন, ‘৪-২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিনের মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরু হয়েছে। অভিযান সফল করতে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে এবং এখনও চলছে। এছাড়া জেলা ও উপজেলা প্রশাসন, পুলিশ, নৌপুলিশ, কোস্ট গার্ডসহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় নদীতে নিয়মিত অভিযান, মোবাইল কোর্ট পরিচালিত হবে। সবার সহযোগিতায় এবারের অভিযান সফল হবে।’
তিনি আরও বলেন, ‘এবার জেলায় ইলিশের সাথে সর্ম্পর্কিত নিবন্ধিত ৫ হাজার ৭৭৭ জন জেলে থাকলেও এর মধ্যে ৫ হাজার ৪৯৭ জন জেলে পরিবারকে ২৫ কেজি হারে চাল দেওয়ার বরাদ্দ এসেছে। সেটা উপজেলা পর্যায়ে ভাগ করে দেওয়া হয়েছে। আশা করছি, কয়েক দিনের মধ্যে জেলের মাঝে এই চাল দিতে পারবো। অনুমোদনসহ পূজার ছুটির কারণে এবারের বরাদ্দে কিছুটা দেরি হয়েছে।’
কেকে/বি