বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু বলেছেন, “আগামীর বাংলাদেশ বিনির্মাণে আলেম সমাজের ভূমিকা অপরিসীম।”
শনিবার (৪ অক্টোবর) সকালে লালমনিরহাট রেলওয়ে অফিসার্স ক্লাবে জেলা বিএনপির উদ্যোগে “আগামীর বাংলাদেশ বিনির্মাণে আলেম সমাজের ভূমিকা” শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে সভায় দুলু আরও বলেন, ‘দেশে শান্তি, ন্যায়বিচার ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে আলেম সমাজকে জনগণের সঙ্গে সম্পৃক্ত হয়ে সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নিতে হবে। ইসলামি আদর্শই পারে একটি কল্যাণকর ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ে তুলতে।’
‘দেশের মানুষের ধর্মীয় অনুভূতি, মূল্যবোধ ও ন্যায়নিষ্ঠ সমাজ প্রতিষ্ঠায় আলেমদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামীর বাংলাদেশ হবে জুলুমমুক্ত, ন্যায়ভিত্তিক ও নৈতিকতার বাংলাদেশ—আর সেই বাংলাদেশ গঠনে আলেম সমাজের নেতৃত্ব অপরিহার্য। বিএনপি সব সময় আলেম সমাজের পাশে ছিল, আছে এবং থাকবে।’
তিনি বলেন, “বর্তমান সময়ে ধর্মীয় শিক্ষা, সামাজিক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ রক্ষায় আলেম সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সত্য, ন্যায় ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আলেম সমাজ জাতিকে নতুন দিকনির্দেশনা দিতে সক্ষম, কারণ তারাই আমাদের নৈতিকতার বাতিঘর।”
লালমনিরহাট জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা গোলাম মোস্তফার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম, সহ-সভাপতি ফজলুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন।
সভায় বক্তারা বলেন, ‘একটি আদর্শ সমাজ ও সৎ নেতৃত্ব প্রতিষ্ঠায় ইসলামি মূল্যবোধকে ভিত্তি করতে হবে। দেশের নৈতিক অবক্ষয় রোধ ও জনগণের ঐক্য গঠনে আলেম সমাজকে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।’
সভায় দেশের শান্তি, সম্প্রীতি ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে দোয়া ও মোনাজাত করা হয়।
কেকে/ এমএ