রাজধানীর ঢাকার মোহাম্মদপুরে চাঁদাবাজির বিরুদ্ধে স্থানীয়দের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ অক্টোবর) রাতে শিয়া মসজিদ সংলগ্ন মোহাম্মদীয়া হাউজিং সোসাইটি রোডের নূর মসজিদ এলাকায় এ মিছিল বের করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকার ফুটপাতের দোকানগুলো থেকে নিয়মিত চাঁদা উত্তোলন হয়ে আসছিল।
অভিযোগ রয়েছে, আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের কয়েকজন নেতা বিএনপির নাম ব্যবহার করে এসব অর্থ আদায় করছিলেন। বিষয়টি প্রকাশ্যে আসার পর স্থানীয় বাসিন্দা ও বিএনপির নেতাকর্মীরা নূর মসজিদের সামনে বিক্ষোভ মিছিল করেন। এ সময় তারা ঘোষণা দেন, এলাকায় আর কোনো ধরনের চাঁদাবাজি চলতে দেওয়া হবে না।
মিছিলে উপস্থিত নেতারা বলেন, “জনগণের অর্থ লুট করে কেউ পার পাবে না।”
স্থানীয় দোকানদার মফিজুল ইসলাম বলেন, ‘একসময় প্রতিটি দোকান থেকে প্রতিদিন ২০০ টাকা, পুলিশের জন্য সপ্তাহে ২০০ টাকা এবং টহল গাড়ির জন্য প্রতিদিন ২০ টাকা করে দিতে হতো। কিছু দিন এ আদায় বন্ধ থাকলেও সম্প্রতি একটি গ্রুপ আবারও টাকা তোলার চেষ্টা চালাচ্ছিল। তবে আজকের মিছিলে বিএনপি নেতারা দোকানদারদের স্পষ্ট নির্দেশ দেন- যেন কাউকে কোনো টাকা না দেওয়া হয়।’
নূর মসজিদ সংলগ্ন ফুটপাতে প্রায় ৫০টির মতো দোকান রয়েছে। এছাড়া মোহাম্মদপুরের শিয়া মসজিদ, ৩ রাস্তার মোড়, শ্যামলী, টাউন হল, টোকিও স্কয়ার, জাপান গার্ডেন সিটি, তাজমহল রোড ও কৃষি মার্কেটসহ বিভিন্ন এলাকায় হাজারো ফুটপাতের দোকান থেকে নিয়মিত চাঁদা তোলার অভিযোগ রয়েছে।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মো. সাত্তার, মোহাম্মদিয়া হাউসিং ইউনিট বিএনপির সভাপতি মোহাম্মদ জাকির হোসেন, আদাবর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মানিক, মোহাম্মদপুর থানা স্বেচ্ছাসেবক দলের ৩৩ নম্বর ওয়ার্ড আহ্বায়ক মো. আবু তাহের, থানা যুগ্ম আহ্বায়ক মো. শহীদ হোসেন, ৩৩ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সেক্রেটারি মোহাম্মদ ইব্রাহিম।
কেকে/ এমএ