উত্তরাঞ্চলের প্রবেশদ্বার কৃষি ও শিল্প সমৃদ্ধ পাবনার সঙ্গে রাজধানী ঢাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহসানুল হক। শুক্রবার (৩ অক্টোবর) পাবনা এলাকা পরিদর্শনাকলে তিনি এ কথা জানান।
এ সময় রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, পাবনার জেলা প্রশাসক মো. মফিজুল ইসলাম, বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা জেলা জামায়াতের আমির আবু তালেব মন্ডল, জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, জেলা জামায়াতের নায়েবে আমির ইকবাল হোসাইন, সাবেক এমপি সেলিম রেজা হাবিব।
প্রতিনিধিদলে সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলী, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী অন্তর্ভুক্ত ছিলেন৷
মো. এহছানু হক ও মো. ফাহিমুল ইসলাম জানান, পাবনা সফরের মূল উদ্দেশ্য হল ঢাকা-পাবনা সরাসরি রেল যোগাযোগ চালুর বিষয়ে সম্ভাব্যতা যাচাই করা এবং জ্বালানি ব্যয় ও সময় কমিয়ে বিকল্প যোগাযোগ ব্যবস্থার নিশ্চিত করার জন্য কাজিরহাট থেকে ফেরীঘাট স্থানান্তর করে খয়েরচরে চালু করা।
এছাড়াও অন্যান্য সংযোগ সড়ক চালুর বিষয়ও পরিদর্শন করা হয়।
পাবনা থেকে ঢাকার রেল যোগাযোগের ক্ষেত্রে ঢালার চর থেকে রাজবাড়ী হয়ে পদ্মা রেলসেতুর সাথে সংযুক্ত করার জন্য ঢালার চর-রাজবাড়ী রেলব্রিজ প্রকল্পের সম্ভাব্যতা দেখাও ছিলো পরিদর্শনের অন্যতম উদ্দেশ্য।
শেকড় ফাউন্ডেশনের সভাপতি খান হাবিবে মোস্তফা বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে পাবনার বেশ কয়েকটি উন্নয়নমূলক কাজের দাবি করে এসেছিলাম। তার মধ্যে সরাসরি পাবনা-ঢাকা রেল যোগাযোগ, খয়েরথেকে আরিচা ঘাট সেতু স্থাপন ও খাসচর থেকে রাজবাড়ী সংযোগ সেতু স্থাপন অন্যতম।’
তিনি আরও বলেন, ‘আজ সচিবের পরিদর্শনে মাধ্যমে আমরা আশ্বস্ত হলাম- খুব শিগগিরই আমরা ঢাকা-পাবনা রেল যোগাযোগ স্থাপন হবে, রাজবাড়ীর সাথে সংযোগ সেতু ও খাসচর থেকে আরিচা ঘাট সেতু পরিকল্পনায় রাখা হবে; যা পরবর্তী বাস্তবায়িত হবে।’
কেকে/এমএ