নেত্রকোনার মদন উপজেলায় গঠিত ভুয়া ও ভিত্তিহীন সহকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির কমিটির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক।
শুক্রবার (৩ অক্টোবর) শিক্ষক সমিতির কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সমিতির সভাপতি মজিবুর রজমান লিটন বলেন, ‘জেলা প্রাথমিক সহকারি শিক্ষক সমিতি সভাপতি মো. কামাল হোসেন খান স্বাক্ষরিত গত ৩১ জুলাই মদন উপজেলার প্রাথমিক সহকারি শিক্ষক সমিতির ৮১ সদস্য কমিটি অনুমোদন করেন। এতে সভাপতি আমি মো. মুজিবুর রহমানের সভাপতি ও মো. মানিক মিয়াকে সাধারণ সম্পাদক করা হয়।’
তিনি আরও বলেন, ‘অপর দিকে রাতের আধাঁরে গত সোমবার (২৯ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায়, মদন উপজেলায় নবগঠিত বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতির নামে মো. মাহমুদর রহমান মির্জাকে সভাপতি ও হাসানুল মান্না নিউটন সাধারণ সম্পাদক করে ১০১ জন বিশিষ্ট কমিটি গঠন করে অনুমোদন করেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক সমিতির সভাপতি শামছুল উদ্দিন।’
কেকে/ এমএ