চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় ট্রেনের ধাক্কায় সোবদুল নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।
শুক্রবার (৩ অক্টোবর) ভোরে বেনাপোল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত সোবদুল দক্ষিণ চাঁদপুর গ্রামের মৃত আব্দুল আজিজ শেখের ছেলে।
স্থানীয়রা জানান, জীবিকার তাগিদে সোবদুল ভ্যান চালাতেন। তবে তিনি হঠাৎ করেই প্রায় সময় যেখানে-সেখানে ঘুমিয়ে পড়তেন। দুর্ঘটনার দিন ভোরে তিনি মা ও শিশু হাসপাতালের পাশের রেললাইনের ধারে শুয়ে ছিলেন। ওই সময় ট্রেনের আঘাতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
এ বিষয়ে দর্শনা জিআরপি ফাঁড়ির ইনচার্জ এসআই রফিকুল ইসলাম বলেন, সোবদুল সারারাত জেগে থাকতেন ও ভ্যান চালাতেন। এর ফলে দিনে অচেতনভাবে যেখানে-সেখানে শুয়ে ঘুমিয়ে পড়তেন। ধারণা করা হচ্ছে, ঘটনার সময়ও তিনি রেললাইনের পাশে ঘুমিয়ে ছিলেন। ভোর ৫টা ১৫ মিনিটে চুয়াডাঙ্গা হয়ে দর্শনা উদ্দেশ্যে যাচ্ছিল বেনাপোল এক্সপ্রেস। ট্রেনটি হল্ট স্টেশন অতিক্রম করার সময় দুর্ঘটনাটি ঘটে।
কেকে/ আরআই