শারদীয় দূ্র্গাপূজা উৎসব উপলক্ষে ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপির নেতৃবৃন্দ। এ সময় তারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা করেন।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিএনপির নেতৃবৃন্দ পাথালিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের পূজামণ্ডপ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ কফিল উদ্দিন আহমেদ, সাভার পৌরসভা বিএনপি সভাপতি খন্দকার শাহ মইনুল ইসলাম বিল্টু, আশুলিয়া থানা বিএনপি সহ-সভাপতি বাসেদ দেওয়ান উপস্থিত ছিলেন।
এই সময় ঢাকা ১৯ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ কফিল উদ্দিন আহমেদ হিন্দু ধর্মালম্বী ভাই-বোনদের উদ্দেশ্যে করে বলেন, ‘আমরা তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাতে এসেছি। আগামী জাতীয় নির্বাচনে আপনারা ধানের শীষের প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করে দেশের বর্তমান বিপর্যস্ত অবস্থা থেকে মুক্তি পেতে সহযোগিতা করবেন।’
বাসেদ দেওয়ান বলেন, ‘আমি এই এলাকার সন্তান। আমি আজকে আপনাদের মাঝে এলাকার সন্তান হিসেবে আগামী নির্বাচনে ধানের শীষের প্রতীকে ভোট চাইতে এসেছি। একমাত্র বিএনপি সরকার গঠন করলে আমরা সকলে এলাকায় শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবো।’
কেকে/এমএ