ঢাকার কেরানীগঞ্জে শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন ঢাকা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান ও তার সহধর্মিনী।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) তিনি দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন রাজেন্দ্রপুর দুর্গা মন্দির, কেরানীগঞ্জ মডেল থানাধীন রোহিতপুর নাট মন্দির, ব্রাহ্মণ কিত্তার পূজামণ্ডপ পরিদর্শন করেন।
পুলিশ সুপারের আগমনে হিন্দু ধর্মাবলম্বীরা রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ফুলের পাপড়ি ছিটিয়ে তাকে বরণ করে নেন। এ সময় ডাক-ঢোল বাজিয়ে ফুলের তোড়া তুলে দেন কেরানীগঞ্জ মডেল থানা পূজা কমিটির সভাপতি নিপেন বর্মন।
এ সময় মো. আনিসুজ্জামান বলেন, ‘সারাদেশে উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব পালিত হচ্ছে। পুলিশ অতন্দ্র প্রহরীর মতো কাজ করছে। যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য প্রযুক্তিনির্ভর ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতোমধ্যে একাধিকবার পূজামণ্ডপ কমিটির সঙ্গে মতবিনিময় করা হয়েছে এবং প্রতিটি মণ্ডপে জরুরি যোগাযোগ নম্বর পৌঁছে দেওয়া হয়েছে। আশা করছি- শান্তিপূর্ণভাবেই দুর্গাপূজা শেষ করা সম্ভব হবে।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান সবাই মিলেমিশে বসবাস করে। আমরা সবাই ভাই ভাই।’
শেষে তিনি পূজায় আসা সবাইকে শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. তরিকুল ইসলাম, কেরানীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম, কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল হক ডাবলু, টিআই (প্রশাসন-দক্ষিণ) শহিদুল আলম, ওসি ডিবি দক্ষিণ সাইদুল ইসলাম।
কেকে/ এমএ