বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫,
১৩ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
শিরোনাম: ফসলের ন্যায্য মূল্য ছাড়া টেকসই কৃষি সম্ভব নয় : কৃষি সচিব      ধর্মের অপব্যাখ্যা করে বিশৃঙ্খলা তৈরির সুযোগ দেয়া হবে না : ধর্ম উপদেষ্টা      ডেঙ্গুতে মৃত্যু আরও সাত, হাসপাতালে ভর্তি ৫৬৭      ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফের ভূমিকম্প      দুদকের সব কর্মকর্তাকে বাধ্যতামূলক সম্পত্তির হিসাব দিতে হবে      প্রাথমিক শিক্ষকদের লাগাতার কর্মবিরতি      নির্বাচনী জোটের আলোচনা প্রাথমিক পর্যায়ে : রাশেদ খান      
দেশজুড়ে
লালপুরে ‘জুলাই বিপ্লব’ সেমিনারে আওয়ামী লীগ নেতারা, উপেক্ষিত জুলাই যোদ্ধারা
তুষার ইমরান, লালপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ৮:১৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নাটোরের লালপুর উপজেলায় ‘জুলাই বিপ্লবোত্তর বাংলাদেশ: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। তবে এ আয়োজনে আমন্ত্রণ জানানো হয়নি আহত জুলাই যোদ্ধা, আন্দোলনে গ্রেফতার হওয়া শিক্ষার্থী এবং বৈষম্যবিরোধী আন্দোলনের সক্রিয় অংশগ্রহণকারীদের। ফলে স্থানীয়ভাবে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) উপজেলার মোহরকয়া ডিগ্রি পাশ ও অনার্স কলেজের উদ্যোগে এ সেমিনার হয়। 

সেমিনারে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের রাজশাহী আঞ্চলিক পরিচালক প্রফেসর আছাদুজ্জামান। অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়নপরিষদের (ইউপি) চেয়ারম্যান গোলাম মোস্তফা আসলাম এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য ও আড়বাব ইউপির চেয়ারম্যান মোখলেছুর রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ৬০০ জনকে আমন্ত্রণ জানানো হয়। অথচ উপজেলায় গেজেটভুক্ত ৬ জন আহত জুলাই যোদ্ধা, আন্দোলনে গ্রেফতার হওয়া ১৭ শিক্ষার্থীসহ প্রত্যক্ষভাবে যুক্ত কেউই দাওয়াত পাননি।

আহত জুলাই যোদ্ধা মোস্তাফিজুর রহমান অভিযোগ করে বলেন, “জুলাইয়ের সেমিনারে আওয়ামী নেতাদের উপস্থিতি জুলাইয়ের রক্তের সঙ্গে বেইমানি। আমাদের বাদ দিয়ে যারা দমন করেছিল, সেই আওয়ামী লীগকে দাওয়াত দিয়ে তাদের পুনর্বাসন করা হচ্ছে।”

আন্দোলনে গ্রেফতার হওয়া শিক্ষার্থী ফরহাদ আহমেদ বলেন, “আমরা শুধু আন্দোলন করিনি, নিপীড়নও সহ্য করেছি। অথচ সেই আন্দোলনের সেমিনারে আমাদের বাদ দিয়ে আওয়ামী লীগ নেতাদের দাওয়াত দেওয়া হয়েছে। এটা জুলাইয়ের চেতনার অপমান।”

নাটোর জেলা বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল বাকি বলেন, “জুলাই আন্দোলনে আমরা রাজপথে ছিলাম। অথচ যাদের বিরুদ্ধে আন্দোলন করেছি, সেই ‘জঙ্গী লীগকে’ দাওয়াত দিয়ে সেমিনার করা হয়েছে। এটা জুলাইয়ের চেতনার সঙ্গে ভণ্ডামি।”

এ নিয়ে মোহরকয়া ডিগ্রি ও অনার্স কলেজের অধ্যক্ষ ইসমত হোসেন বলেন, “আসলাম ও মোখলেছুর রহমানকে ইউপি চেয়ারম্যান হিসেবে দাওয়াত দেওয়া হয়েছিল। লালপুরে জুলাই যোদ্ধা আছে— তা আমি জানতাম না। তবে ভবিষ্যতে যদি এ ধরনের অনুষ্ঠান হয়, তাদের আমন্ত্রণ জানানো হবে।”

আছাদুজ্জামান বলেন, “আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল, তাই আমি গিয়েছিলাম। তবে কারা আমন্ত্রিত ছিলেন সে বিষয়ে আমাকে জানানো হয়নি। বিষয়টি নিঃসন্দেহে দুঃখজনক।”

কেকে/ এমএ
আরও সংবাদ   বিষয়:  লালপুর   সেমিনার   আওয়ামী লীগ   জুলাই যোদ্ধা  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ফসলের ন্যায্য মূল্য ছাড়া টেকসই কৃষি সম্ভব নয় : কৃষি সচিব
চুয়াডাঙ্গায় বীজ বিক্রিতে অনিয়মের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
শ্রীপুরে ইভটিজিং ইস্যুকে কেন্দ্র করে স্কুলছাত্রের ছুরিকাঘাত, আহত ৬
শেখ হাসিনার আইনজীবী হিসেবে না লড়ার সিদ্ধান্ত জেডআই খান পান্নার
দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ১২.৫ ডিগ্রি

সর্বাধিক পঠিত

ইয়ুথ ফোরামের নবনির্বাচিত কমিটিকে ব্যারিস্টার খোকনের বরণ
পাটগ্রাম উপজেলায় সীমান্ত সুরক্ষা জোরদারে 'চতুরবাড়ী বিওপি'র যাত্রা
ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফের ভূমিকম্প
নাগেশ্বরীতে ১০ টাকার স্বাস্থ্য সেবা চালু
দুই ট্রলারসহ সেন্টমার্টিনে ১২ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close