রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলায় ১৯ প্রতিবন্ধী ব্যক্তির মাঝে সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে।
গ্রাম বিকাশ কেন্দের বাস্তবায়নে এবং ইউরোপিয়ান ইউনিয়ন ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় পাথওয়েজ টু প্রসপারিটি এক্সট্রিমলি পুওর পিপল (পিপিইপিপি-ইইউ) প্রকল্পের আওতায় এসব উপকরণ বিতরণ করা হয়।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদের প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা।
এ সময় গঙ্গাচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজার রহমান দুলু, উপজেলা সমাজসেবা অফিসার মোসাদ্দেকুর রহমান, উপজেলা সমবায় অফিসার আবতাবুজ্জামান, প্রকল্প সমন্বয়কারী ডা. মো. শামসুর রহমান, পিপিইপিপি-ইইউ প্রকল্প, গ্রাম বিকাশ কেন্দ্র, কারিগরি কর্মকর্তা-কমিউনিটি মোবিলাইজেশন মো. জিয়াউর রহমান, কারিগরি কর্মকর্তা (পুষ্টি) সুরাইয়া আক্তার, এটিও (নিউট্রিশন) রেশমা আক্তার, এটিও (লাইভলীহুড) উজ্জ্বল চন্দ্র উপস্থিত ছিলেন।
প্রতিবন্ধী ব্যক্তিদের যোগাযোগ ও চলাচলের সক্ষমতা বৃদ্ধি করার লক্ষ্যে গঙ্গাচড়া ইউনিয়ন ও আলমবিদিতর ইউনিয়নের ১৯ জন প্রতিবন্ধীর মাঝে সহায়ক উপকরণ হিসেবে ৫টি হুইল চেয়ার, ১২টি হেয়ারিং এইড, ১টি এলবো ক্র্যাচ, ১টি চারখুটি লাঠি বিতরণ করা হয়।
কেকে/এমএ