লালমনিরহাট জেলার পাটগ্রাম পৌরসভা এলাকায় প্রতারণা করে ২টি স্মার্ট মোবাইল ফোন চুরি করে নাতি পালিয়ে গেলেও তার নানা-নানীকে আটক করা হয়েছে। আটকের পর তাদেরকে পুলিশের কাছে সোপর্দ করেছেন দোকানের মালিক।
রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে পৌরসভার চৌরঙ্গীর মোড়ে সেবা টেলিকমে এ ঘটনা ঘটে।
পাটগ্রাম থানা সূত্রে জানা যায়, দোকানের বিক্রয়কর্মী সুমন ইসলাম বাদি হয়ে মোবাইল নিয়ে পলাতক রিফাত হোসেন ওরফে হৃদয় (১৮), তার নানী জরিনা খাতুন (৫৫) ও নানা আব্দুল খালেকের (৫৬) নামে মামলা করেছেন।
জানা যায়, দীর্ঘদিন ধরে বাউরা, বুড়িমারী, পাটগ্রাম বাজারের বহু দোকানে নানা, নানী ও নাতি মিলে অসংখ্য বার প্রতারণার মাধ্যমে চুরি করেছে। এসব ঘটনায় তাদের বিচার ও জরিমানা হয়েছে। এছাড়াও পাশের কালীগঞ্জ থানায় তাদের নামে চুরির মামলাও রয়েছে।
পাটগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ শাখাওয়াত হোসেন বলেন, ‘আটকৃতদের স্বাস্থ্য পরীক্ষার পর জেল হাজতে পাঠানো হয়েছে।’
কেকে/ এমএ