নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ৮:২০ পিএম

ছবি: প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ৩০ বোতল ভারতীয় মদসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার শিমুলতলা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হল উপজেলার আন্ধারুপাড়া এলাকার মৃত নুরুল হকের পুত্র হাসান আলী (৩২) ও আব্দুল মজিদের পুত্র রতন মিয়া (২৭)।
পুলিশ জানায়, মাদক পাচার হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে শিমুলতলা এলাকায় মহাসড়কে অবস্থান নেয় পুলিশ। এ সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশা গতিরোধ করে প্লাস্টিকের বস্তায় রাখা ৩০ বোতল ভারতীয় মদসহ তাদের গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা।
কেকে/ এমএ