‘জলাত্মক নির্মূলে, কাজ করি সবাই মিলে’- এই প্রতিপাদ্য নিয়ে বিশ্ব জলাত্মক দিবস উপলক্ষে নওগাঁয় র্যালি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয় পুনরায় সেখানে গিয়ে শেষ হয়।
পরে প্রাণিসম্পদ কার্যালয়ে সপ্তাহ ব্যাপী কুকুর-বিড়ালের ফ্রি ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।
এ সময় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মাহফুজার রহমান, ডেপুটি সিভিল সার্জন ডা. মুনির আলী আকন্দ, জেলা ভেটারিনারি অফিসার সাইফুল ইসলাম, সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসার আমিনুল ইসলাম, নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি রায়হান আলম উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘জলাতঙ্ক একটি প্রাণিবাহিত রোগ। এ রোগে আক্রান্ত প্রাণি বিশেষ করে শিয়াল, কুকুর, বাদুড় ইত্যাদির কামড়ে মানুষের মাঝে জলাতঙ্ক রোগ সংক্রমিত হয়। যথাসময়ে চিকিৎসা দেওয়া না হলে জলাতঙ্ক প্রাণঘাতী হতে পারে। সঠিক সময়ে চিকিৎসা করলে জলাতঙ্ক শতভাগ নিরাময় করা সম্ভব।’
কেকে/ এমএ