কক্সবাজার জেলার টেকনাফ সীমান্ত এলাকায় গরীব, দুঃস্থ ও অসহায় হিন্দু পরিবারের মাঝে দুর্গাপূজা উপলক্ষে আর্থিক অনুদান প্রদান ও বিশেষ মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করেছে বিজিবি)।
শনিবার (২৭ সেপ্টেম্বর) দিনব্যাপী এই কার্যক্রমের আয়োজন করে টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি)।
টেকনাফ সীমান্তবর্তী সাবরাং বিওপির দায়িত্বপূর্ণ নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে গরীব, অসহায় ও দুঃস্থ হিন্দু জনসাধারণের মাঝে আর্থিক অনুদান দেওয়া হয়।
এছাড়াও সাবরাং বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসরত গরীব, অসহায় ও দুঃস্থ জনসাধারণের জন্য বিশেষ মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়। মেডিকেল ক্যাম্পেইনে ২২০ (পুরুষ-৮৪, মহিলা- ১১২ ও শিশু- ২৪) গরীব, অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী দেন টেকনাফ ব্যাটালিয়নের মেডিকেল অফিসার মেজর মো. শাহাদাত হোসেন শুভ।
টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান বলেন, ‘টেকনাফ অঞ্চলের স্থানীয় জনগণ বিজিবির এ মানবিক কার্যক্রমকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখার জন্য বিজিবির প্রতি অনুরোধ জানিয়েছে।’
‘টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) সীমান্ত এলাকার মানুষের জীবনমান উন্নয়নে এ ধরনের মানবিক ও সেবামূলক কর্মকাণ্ড নিয়মিত চালিয়ে যাবে।’
কেকে/এমএ