১৭ বছর পর ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা ও পৌর কমিটির কর্মীসভা ও আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা মিলনায়তনে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা ছিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা ওলামা দলের ক্বারী ইঞ্জিনিয়ার ফয়সাল আহমেদ অভির সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ-সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি এ.কে.এম মুসা এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালে মুছা।
এছাড়া সভায় বক্তব্য দেন জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক মো. আশ্রাফুল হক ভূইয়া অপু। এতে প্রধান আলোচক ছিলেন জেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা মো. ইয়াহ ইয়া মাছউদ।
সভা শেষে উপজেলা ওলামা দলের ৫১সদস্যবিশিষ্ট কমিটির আহ্বায়ক করা হয় মাওলানা মো. সিদ্দিকুর রহমান ও সদস্য সচিব ক্বারী ফয়সল আহমেদ অভিকে। এছাড়া ১৫সদস্যবিশিষ্ট বাঞ্ছারামপুর পৌর শাখার মাওলানা মোবারক হোসেনকে আহ্বায়ক ও মাওলানা বিল্লাল হোসেনকে সদস্য সচিব করা হয়।
কেকে/ আরআই