নতুন রাজনৈতিক প্লাটফর্ম ইউনাইটেড পিপলস (আপ) বাংলাদেশ কুমিল্লায় তাদের জেলা ও মহানগর কমিটির আত্মপ্রকাশ করেছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় কুমিল্লা নগরীর একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আপ বাংলাদেশের কেন্দ্রীয় উপদেষ্টা, লেখক ও গবেষক অধ্যাপক মো. সবুর আহমেদ খাঁন।
এ সময় কুমিল্লা জেলা কমিটির ৭২জনের নাম প্রকাশ করা হয়। কুমিল্লা জেলা কমিটির আহ্বায়ক নির্বাচিত হয়েছেন মো. হাসিবুল ইসলাম ও সদস্য সচিব নির্বাচিত হয়েছেন ডা. মো. রেদওয়ান ফারুক। একই সাথে ৬১সদস্যের কুমিল্লা মহানগর কমিটির আহ্বায়ক নির্বাচিত হয়েছেন লোকমান হোসাঈন, সদস্য সচিব মো. আবুল ফালাহ আহমাদী। উভয় কমিটি আগামী ৬মাসের জন্য অনুমোদন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা আহ্বায়ক আলী আহসান জুনায়েদ ও সদস্য সচিব আরেফিন মোহাম্মদ হিযবুল্লাহ। এদিকে ১৬ সেপ্টেম্বর মহানগর ও ২৫ আগস্ট জেলা কমিটির অনুমোদন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নেতারা বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রকে পদদলিত করে একদলীয় স্বৈরশাসনের রূপ দিয়েছিল। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে জনগণের মৌলিক অধিকার হরণ, বিরোধী কণ্ঠ দমন, গুম-খুন, লুটপাট ও দুর্নীতির মাধ্যমে একটি ফ্যাসিবাদী সংস্কৃতি প্রতিষ্ঠা করা হয়েছিল। জুলাই অভ্যুত্থানের মাধ্যমে সেই দুঃসহ অধ্যায়ের অবসান ঘটলেও কেবল পতন যথেষ্ট নয়। ফ্যাসিবাদের বিচার নিশ্চিত করা, গুম ও দমননীতির জবাবদিহি ঘটানো এবং অপরাধীদের শাস্তি নিশ্চিত করাই হবে প্রকৃত মুক্তি। ইউনাইটেড পিপলস বাংলাদেশ সেই ন্যায়বিচারের জন্য লড়াই চালিয়ে যাবে।
তারা আরও বলেন, বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র, কিন্তু স্বাধীনতার পরও আমাদের অর্থনীতি, কূটনীতি ও রাজনীতিতে ভারতীয় আধিপত্যের গভীর ছায়া বিস্তার করেছে। সীমান্তে হত্যাকাণ্ড, একতরফা নদীচুক্তি, বাজার দখল ও রাজনৈতিক হস্তক্ষেপ বাংলাদেশের সার্বভৌমত্বকে বারবার ক্ষুণ্ণ করেছে। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি বাংলাদেশ আর কোনো বিদেশি আধিপত্য মেনে নেবে না। আমাদের প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক হবে সমতা, মর্যাদা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে, আধিপত্যের ভিত্তিতে নয়।
সংবদি সম্মেলনে আরও বলা হয়, বাংলাদেশের রাষ্ট্র ও সমাজ নির্মাণের মূলভিত্তি হলো বাঙালি মুসলিম জাতীয়তাবাদ। এ চেতনা আমাদের সংস্কৃতি, বিশ্বাস, ইতিহাস ও জীবনযাত্রায় গভীরভাবে প্রোথিত। বারবার ষড়যন্ত্র করে এই ভিত্তিকে দুর্বল করার চেষ্টা হয়েছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, জাতীয় ঐক্য ও আত্মমর্যাদার মেরুদণ্ড হলো বাঙালি মুসলিম জাতীয়তাবাদ। এটি কোনো বিভাজনের রাজনীতি নয় বরং আমাদের স্বাধীনতা, সংস্কৃতি ও ঐতিহ্যের পূর্ণ প্রতিফলন। ইউনাইটেড পিপলস বাংলাদেশ এই আদর্শকে রাজনৈতিক কর্মসূচির কেন্দ্রে স্থাপন করবে।
গুম নামক আওয়ামী সংস্কৃতির বিরুদ্ধে আমাদের অবস্থান সুস্পষ্ট ও অনড় জানিয়ে নেতারা বলেন, জাতীয় জীবনে ভয়, আতঙ্ক ও নিখোঁজের রাজনীতি আওয়ামী লীগ তাদের ক্ষমতা রক্ষার হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। আজও আমরা সেই অন্ধকার সংস্কৃতির পুনরাবৃত্তি দেখছি। গত ৪দিন এর বেশি সময় ধরে উত্তরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক কে. এম. মামুনুর রশিদ রাজধানীর উত্তরা এলাকা থেকে নিখোঁজ ছিলেন। আজ জুমার পর পাওয়া গিয়েছে ওনাকে। এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষিদের বিচারের আওতায় আনার দাবি জানায় আপ বাংলাদেশ। এটি একইসাথে ভীতিকর ও উদ্বেগজনক এবং ৫ই আগস্ট-পরবর্তী প্রেক্ষাপটে এ ধরনের ঘটনা সম্ভবত এই প্রথম। রাষ্ট্র যেখানে নাগরিককে ন্যূনতম নিরাপত্তা দিতে ব্যর্থ, সেখানে সরকারের গাফিলতি ও আইনশৃঙ্খলা বাহিনীর চরম অবহেলা স্পষ্ট হয়ে উঠছে। এর সাথে যুক্ত হয়েছে গণমাধ্যমের নীরব ভূমিকা, যা আমাদের গভীরভাবে শঙ্কিত করছে। এই নীরবতা নতুন করে রাজনীতিতে পুরনো ভয়ের সংস্কৃতি ফিরিয়ে আনার চেষ্টা ছাড়া আর কিছু নয়।
ইউনাইটেড পিপলস বাংলাদেশ জুলাই গণঅভ্যুত্থানের শক্তিকে রাজনৈতিক রূপ দিচ্ছে জানিয়ে আরও বলা হয়, আমরা বিশ্বাস করি, বাংলাদেশের রাজনীতিতে মধ্যম-ডানপন্থী ধারার বিকল্পই জাতিকে নতুন দিশা দেখাবে। আমাদের লক্ষ্য হলো ফ্যাসিবাদের মূলৎ পাটন, আধিপত্যবাদী শোষণ ও দুর্বৃত্ত রাজনৈতিক সংস্কৃতির অবসান এবং রাষ্ট্রের প্রতিটি ভরে সুস্থ, জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক চর্চার প্রতিষ্ঠা। দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতা, ধর্মবিদ্বেষের বিপরীতে ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধের পক্ষে দৃঢ় অবস্থান এবং মানবিক মর্যাদা, অর্থনৈতিক স্বাধীনতা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠাই আমাদের অঙ্গীকার।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কুমিল্লা মহানগর কমিটির আহ্বায়ক লোকমান হোসাঈন বলেন, মোট ৪০টির বেশী জেলা ও মহানগরে আমাদের কমিটি করা হয়েছে। পরবর্তীতে যখন রাজনৈতিক দলের নিবন্ধনের সুযোগ আছে, আমরা আবেদন করবো। রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশ করার চেষ্টা অব্যাহত থাকবে।
প্রসঙ্গত, আপ বাংলাদেশ গত ৯ই মে আত্মপ্রকাশ করে। বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ও সামাজিক চুক্তির পুনর্বহাল, জুলাইয়ের আকাঙ্ক্ষার বাস্তবায়ন এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্য নতুন রাজনৈতিক প্লাটফর্ম — ইউনাইটেড পিপলস বাংলাদেশ।
কেকে/ আরআই