যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সাথে বৈঠকের জন্য বিশ্বের বিভিন্ন স্থানে থাকা শত শত মার্কিন জেনারেল ও অ্যাডমিরালকে আগামী মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ভার্জিনিয়ায় ডাকা হয়েছে। বেশ কয়েকজন মার্কিন কর্মকর্তা সংবাদমাধ্যম সিএনএনকে এ তথ্য জানিয়েছেন।
একাধিক কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ‘ভার্জিনিয়ার কোয়ান্টিকোতে অবস্থিত সামরিক স্থাপনায় বৈঠকটি অনুষ্ঠিত হবে বলে ধারণা করা হচ্ছে।’
তবে কেউই জানেন না যে বৈঠকটি কী নিয়ে। এমনকি জেনারেল ও অ্যাডমিরালরাও এ ব্যাপারে অবগত নন।
পরিচিত একটি সূত্র সিএনএনকে বলেছে, ‘তারা দলগত শারীরিক ফিটনেস পরীক্ষা থেকে শুরু করে প্রতিরক্ষা বিভাগের অবস্থা সম্পর্কে ব্রিফিং গ্রহণ, অফিসারদের ব্যাপক হারে বরখাস্ত পর্যন্ত বিভিন্ন তত্ত্ব শুনেছেন।’
কিন্তু কারণ যাই হোক না কেন, হঠাৎ করে এত ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তার সভা আহ্বান করা ‘অত্যন্ত অস্বাভাবিক’ বলেই জানান তিনি।
একজন কর্মকর্তা ব্যঙ্গ করে বলেছেন, ‘এটাকে সাধারণ স্কুইড গেম বলা হচ্ছে।’
কিছু কর্মকর্তা একই সাথে এত উচ্চপদস্থ কর্মকর্তার এক জায়গায় থাকার বিষয়ে নিরাপত্তা উদ্বেগও প্রকাশ করেছেন। একজন কংগ্রেসনাল সহকারী সিএনএনকে বলেন, ‘হেগসেথ যদি একটি নতুন বড় সামরিক অভিযান বা সামরিক কমান্ড কাঠামোর সম্পূর্ণ পুনর্গঠন’ ঘোষণা করার পরিকল্পনা না করে থাকেন, তাহলে আমি এর জন্য অন্য কোনো উপযুক্ত কারণ ভাবতে পারছি না।’
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ভোরে ওয়াশিংটন পোস্ট প্রথম এই বৈঠকের খবর প্রকাশ করে।
পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পার্নেল নিশ্চিত করেছেন যে, হেগসেথ ‘আগামী সপ্তাহের শুরুতে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের উদ্দেশে ভাষণ দেবেন।’
তবে এই সভার উদ্দেশ্য সম্পর্কে নির্দিষ্ট করে কিছু জানায়নি পেন্টাগন। বৈঠকে যোগ দেওয়ার এই নির্দেশনা মার্কিন সামরিক বাহিনীর সব জেনারেল ও ফ্ল্যাগ অফিসারদের জন্য কি না, তা-ও জানানো হয়নি।
কেকে/ এমএ