বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫,
১৩ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
শিরোনাম: ধর্মের অপব্যাখ্যা করে বিশৃঙ্খলা তৈরির সুযোগ দেয়া হবে না : ধর্ম উপদেষ্টা      ডেঙ্গুতে মৃত্যু আরও সাত, হাসপাতালে ভর্তি ৫৬৭      ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফের ভূমিকম্প      দুদকের সব কর্মকর্তাকে বাধ্যতামূলক সম্পত্তির হিসাব দিতে হবে      প্রাথমিক শিক্ষকদের লাগাতার কর্মবিরতি      নির্বাচনী জোটের আলোচনা প্রাথমিক পর্যায়ে : রাশেদ খান      গণতন্ত্র ফেরাতে নির্বাচনের বিকল্প নেই : আমান      
দেশজুড়ে
পাবনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় সিরাতুন্নবীর (সা.) সভা ও পুরস্কার বিতরণ
পাবনা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ৮:১০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পাবনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উদ্যোগে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯ টায় মাদ্রাসায় এ সভার আয়োজন করা হয়।

মাদ্রাসার ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আরিফের সঞ্চালনায় ও অধ্যক্ষ মাওলানা ইকবাল হুসাইনের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনার জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পাবনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোরতোজা আলী খানের প্রতিনিধি এএসপি (সদর সার্কেল) শরিফুল ইসলাম, দারুল আমান ট্রাস্টের চেয়ারম্যান আবু তালেব মন্ডল, জেলা শিক্ষা অফিসার মো. আব্দুর রাজ্জাক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দারুল আমান ট্রাস্টের সদস্য জহুরুল ইসলাম খান, মাওলানা আব্দুর রউফ,প্রেস ক্লাব পাবনার সাধারণ সম্পাদক রফিকুল আলম রঞ্জু, পাবনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার গভর্নিং বডির সদস্য আশরাফুল আলম হেলাল,অধ্যাপক আব্দুল মমিন, উপাধ্যক্ষ আব্দুল লতিফ।

মোহাম্মদ মফিজুল ইসলাম মাদ্রাসার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘আগামীতে দেশ পরিচালনায় তোমাদের গুরুত্ব অপরিসীম। তোমাদের নেতৃত্বের স্থানে এগিয়ে  আসতে হবে। কারণ মাদ্রাসার শিক্ষার্থীদের দ্বারাই দুর্নীতি মুক্ত দেশ গঠন সম্ভব। তোমরা সর্বদা সত্য কথা বলবে, সময়ের কাজ সময়ে করবে। সর্বোপরি জীবনের সব ক্ষেত্রে কুরআন ও রাসূলের সুন্নাহ পালন করতে করবে।’

আবু তালেব মন্ডল বলেন, ‘সমাজকে সুন্দর ও শান্তিপূর্ণভাবে গড়ে তুলতে হলে আমাদের পারস্পরিক ভালোবাসা, শ্রদ্ধা ও সহনশীলতার সংস্কৃতি গড়ে তুলতে হবে। কাউকে কোনোভাবে কষ্ট দেওয়া যাবে না। বড়দের যথাযথ করতে হবে এবং ছোটদের প্রতি স্নেহ-মমতা দেখাতে হবে।’

তিনি আরও বলেন, ‘পারিবারিক ও সামাজিক জীবনে যদি আমরা এ নীতি মেনে চলি, তবে একটি আদর্শ সমাজ প্রতিষ্ঠা সম্ভব হবে।’

ইকবাল হোসাইন বলেন, ‘চারিদিকে যেভাবে মুসলমানদের উপর নির্মম নির্যাতন চলছে, এতে করে মুসলমানদের ঐক্যের কোন বিকল্প নেই। কুরআন সুন্নাহর আদর্শ থেকে বিচ্যুৎ হওয়ার কারণেই মুসলমানদের আজ এই দুরবস্থা। এসব থেকে পরিত্রাণ পেতে সকলকে ঐক্যবদ্ধভাবে কুরআন সুন্নাহর পতাকাতলে আসতে হবে।’

তিনি আরও বলেন, ‘প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মতে মুহাম্মাদির মধ্যে যারা কোরআন-সুন্নাহ মোতাবেক জীবনযাপন করে, তারা দুনিয়া ও আখেরাতে কল্যাণ লাভ করবে।’

শিক্ষার্থীদের মধ্যে বাংলায় বক্তব্য দেন আলিম দ্বিতীয় বর্ষের ছাত্র মাছুম বিল্লাহ। ইংরেজিতে বক্তব্য দেন নবম শ্রেণির ছাত্র সাব্বির আহমেদ। আরবীতে বক্তব্য দেন দশম শ্রেণির ছাত্র আব্দুল্লাহ আল সাকিব। কবিতা আবৃত্তি করেন পঞ্চম শ্রেণির ছাত্রী আরবি ফাতেমা ও নাতে রাসুল পরিবেশনা করেন দশম শ্রেণির ছাত্র আব্দুল্লাহ আল নোমান।

উল্লেখ্য, সপ্তাহব্যাপী সীরাতুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে আজান, কোরআন তেলাওয়াত, হামদ, নাতে রাসুল, রচনা, বাংলা, ইংরেজি, আরবীতে বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয। প্রতিযোগিতায় মোট ১৫৫ জন বিজয়ী শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ  করা হয়।

কেকে/এমএ
আরও সংবাদ   বিষয়:  পাবনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা   সিরাতুন্নবী  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

চুয়াডাঙ্গায় বীজ বিক্রিতে অনিয়মের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
শ্রীপুরে ইভটিজিং ইস্যুকে কেন্দ্র করে স্কুলছাত্রের ছুরিকাঘাত, আহত ৬
শেখ হাসিনার আইনজীবী হিসেবে না লড়ার সিদ্ধান্ত জেডআই খান পান্নার
দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ১২.৫ ডিগ্রি
মোহনপুরে বিএসটিআই লাইসেন্সবিহীন প্রতিষ্ঠানকে জরিমানা

সর্বাধিক পঠিত

ইয়ুথ ফোরামের নবনির্বাচিত কমিটিকে ব্যারিস্টার খোকনের বরণ
পাটগ্রাম উপজেলায় সীমান্ত সুরক্ষা জোরদারে 'চতুরবাড়ী বিওপি'র যাত্রা
ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফের ভূমিকম্প
নাগেশ্বরীতে ১০ টাকার স্বাস্থ্য সেবা চালু
দুই ট্রলারসহ সেন্টমার্টিনে ১২ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close