নওগাঁর পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবির অভিযানে সীমান্তে মাদকদ্রব্যসহ ৩ চোরাকারবারিকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টায় এক প্রেস বিজ্ঞপ্তীতে এ তথ্য নিশ্চিত করেছে বিজিবি।
জানা যায়, গত বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাধানগর বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. আবু তাহের এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৫৩/২২-আর হতে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঘোলাদিঘী এলাকায় অভিযান পরিচালনা করে ৫ গ্রাম হিরোইন, ১৩ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট, ৬০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১টি ইজিবাইক এবং ২টি মোবাইলসহ তিনজন চোরাকারবারিকে আটক করেছেন।
আটকৃতরা হলেন- পত্নীতলা উপজেলার ঘোলাদিঘী গ্রামের মৃত মোয়াজ্জেম আলীর ছেলে মো. ইয়াছিন আলী (৪৬), ইয়াছিন আলীর ছেলে মো. শহিদ হাসান (২২), চক সনাতন দিঘীপাড়া গ্রামের মৃত ইমাম উদ্দিনের ছেলে মো. সৌমিক হাসান (২৮)।
পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন, পিবিজিএম, পিবিজিএমএস বলেন, নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে গরু, মাদক পাচার, অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত থাকবে।
কেকে/ এমএস