রংপুরের গঙ্গাচড়ায় দাতা দেশ অস্ট্রেলিয়া বোর্ডের ওর্য়াল্ড ভিশন বাংলাদেশের বিভিন্ন কার্যক্রম পরিদর্শনকালে স্বাস্থ্যসেবার কাজ তরান্বিত করার লক্ষ্যে হেলথ বুট সেন্টার উদ্বোধন করা হয়।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে হেলথ বুট সেন্টার উদ্বোধন করেন যৌথভাবে অস্ট্রেলিয়া ওয়ার্ল্ড ভিশন বোর্ড, গঙ্গাচড়া উপজেলা প্রশাসন, গঙ্গাচড়া স্বাস্থ্য বিভাগ, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং মিলভিক বাংলাদেশ।
অনুষ্ঠানে গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা, দাতা দেশ ওয়ার্ল্ড ভিশন অস্ট্রেলিয়া বোর্ডের চীফ অব রিটেইল অ্যান্ড সাপোর্টার এক্সপেরিয়েন্স ইলিসা লরেটো, চীফ অব স্টাফ ইলী মেকডনাল্ড, হেড অব সাপোর্টার এনগেজমেন্ট অ্যান্ড কমিউনিটি পার্টনারশীপ জেনাইন ডেলী, বিসনেস এনালিস্ট, বিসনেস ট্রান্সফরমেসন লাউরেন থমসন, ওয়ার্ল্ড ভিশন বাংদেশের ডিপুটি ডিরেক্টর জেনী মিলড্রেড ডি ক্রশ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আশিকুর রহমান, মিলভিক বাংলাদেশের কান্ট্রিলিড এম হেলথ মোহাম্মদ ইসাহাক, ওর্য়াল্ড ভিশনের কো অর্ডিনেটর ফিল্ড কমিউনিকেশন আলভী হোসাইন, গঙ্গাচড়ার এরিয়া প্রোগ্রাম ম্যানেজার লিওবার্ট চিসিমসহ ওয়ার্ল্ড ভিশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক, স্থানীয় জনপ্রতিনিধি, শিশু ও যুব প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি, বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যাক্তিবর্গগণ এবং উপকারভোগী উপস্থিত ছিলেন ।
হেলথ বুট সেন্টার উদ্বোধনের পূর্বে দাতা দেশ অস্ট্রেলিয়া ওয়ার্ল্ড ভিশন বোর্ডের প্রতিনিধিরা গঙ্গাচড়া উপজেলায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কর্তৃক বাস্তবায়িত লাইভলীহুড, স্বাস্থ্য, পুষ্টি, অর্থনৈতিক, শিক্ষা, শিশু সুরক্ষা ও উন্নয়ন প্রকল্পের বিভিন্ন চলমান কার্যক্রমের অগ্রগতি পরিদর্শন করেন এবং প্রকল্পের স্টেকহোল্ডর ও উপকারেভোগীদের সাথে শিশু উন্নয়ন বিষয়ে আলোচনা ও মতবিনিয়ম করেন।
কার্যক্রম পরিদর্শনকালে অস্ট্রেলিয়া ওয়ার্ল্ড ভিশন বোর্ডের প্রতিনিধিরা একজন স্পন্সর শিশুর মায়ের হাতে জীবন বীমা কাভারেজ হিসাবে বিশহাজার টাকার চেক হস্তান্তর করেন। এছাড়াও আরো দুইজন প্রতিবন্ধী স্পন্সর শিশু ও দুইজন হতদ্ররিদ্র পরিবারের মাঝে বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন।
কেকে/এজে