কুষ্টিয়ায় পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটার গান উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার বটতৈল ইউনিয়নের ভাদালিয়াপাড়া এলাকা থেকে আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়।
কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন জানান, ভাদালিয়া পাড়া এলাকার একটি মেহগনি গাছের পাশে মাটির নিচে পুতে রাখা হয়েছিল আগ্নেয়াস্ত্রটি। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে মাটি খুঁড়ে আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এ ব্যাপারে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
কেকে/ আরআই