দুর্গাপূজায় সাতক্ষীরা সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি।
সীমান্ত এলাকায় সম্ভাব্য পাসপোর্ট ও ভিসাবিহীন অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান এবং যে কোন অনাকাঙ্খিত ঘটনারোধে টহল তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। নিরাপত্তা জোরদার এবং প্রতিপক্ষের সাথে পতাকা বৈঠকের মাধ্যমে সীমান্ত সংক্রান্ত বিষয়াদি অবগত করা হচ্ছে।
পূজাস্থলে সর্বোচ্চ নিরাপত্তা এবং স্বস্তি ও আস্থার সাথে দূর্গা উৎসব পালন নিশ্চিত করতে দায়িত্বপূর্ণ এলাকায় ইতিমধ্যে দিন-রাত টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এ সব এলাকায় রেকি এবং মোবাইল পেট্রোল কার্যক্রমও পরিচালনা করা হচ্ছে।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার সীমান্ত এলাকায় ৪৭টি পূজামন্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন জানায়, সনাতন ধর্মাবলম্বীদের শান্তিপূর্ণ ও উৎসবমূখর পরিবেশে দূর্গা উৎসব উদযাপন নিশ্চিত করতে সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকার ৪৭টি পূজা মন্ডপে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।
এরই ধারবাহিকতায় মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর ২০২৫) সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক এর সার্বিক দিক নির্দেশনায় দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় টহল তৎপরতা বৃদ্ধি, রেকিকরণ ও বিভিন্ন নিরাপত্তামূলক কার্যক্রম গ্রহণ করা হয়।
এছাড়া প্রতিপক্ষ সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সাথে পতাকা বৈঠকের আয়োজন করা হয়। উক্ত পতাকা বৈঠকে আসন্ন দূর্গা উৎসব উপলক্ষে সম্ভাব্য পাসপোর্ট ও ভিসাবিহীণ অবৈধ পারাপার, চোরাচালান এবং যে কোন অবৈধ তৎপরতা প্রতিরোধে অধিকতর সজাগ দৃষ্টি রাখার বিষয়ে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী একমত পোষণ করেন।
কেকে/বি