ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বাক্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ ফজলুল হক মাখনের বিরুদ্ধে পরিষদের ওয়ার্ড সদস্যদের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টম্বর) বিকালে উপজেলা সদরের কুটুমবাড়ি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান মুহাম্মদ ফজলুল হক মাখন।
সংবাদ সম্মেলনে ফজলুল হক মাখন বলেন, ‘সোমবার (২২ সেপ্টেম্বর) অনুষ্ঠিত মেম্বারদের সংবাদ সম্মেলনে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করা হয়েছে। যারা সংবাদ সম্মেলন করেছে, তারা আওয়ামী ফ্যাসিস্ট। জুলাই-আগস্টের আন্দোলনে তারা ছাত্রদের উপর হামলা চালিয়েছে। এর আগেও একাধিকবার চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছিল। কিন্তু তাতেও কোন কাজ হয়নি।’
তিনি আরও বলেন, ‘আমরা ফ্যাসিস্টদের উদ্দেশ্যে বলতে চাই, যেভাবেই হোক আপনারা ওয়ার্ডের প্রতিনিধি। জনগণের উন্নয়নের জন্য কাজ করুন। মানুষের সাথে প্রতারণা করবেন না। তাহলে আগামী নির্বাচনেভোটাররা আপনাদের উচিত জবাব দিবে।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ওয়ার্ড সদস্য বিল্লাল হোসেন, ব্যবসায়ী সাইফুল ইসলাম খান, ওলামা দলের আহ্বায়ক মাওলানা আ. বাছেদ, সাবেক ওয়ার্ড সদস্য সুরুজ মিয়া, শাহজাহান মাষ্টার প্রমুখ।
কেকে/ এমএ