মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম বান্দুটিয়া এলাকার ভাড়া বাসা থেকে এক প্রবাসীর স্ত্রী ও তার দুই সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে বাসার দরজা ভেঙে পুলিশ তাদের মৃতদেহ উদ্ধার করে।
নিহতরা হলেন হরিরামপুর উপজেলার মালয়েশিয়া প্রবাসী শাহিন দেওয়ানের স্ত্রী শেখা আক্তার (২৯), ছেলে আলভী (১১) ও মেয়ে সাইফা (২)।
স্থানীয় সূত্রে জানা যায়, পশ্চিম বান্দুটিয়ার রাহাত সালমানের মালিকানাধীন দুইতলা ফ্ল্যাটে ভাড়া থাকতেন শেখা আক্তার। সকালে পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া আলমগীর বিদ্যুৎ বিল দিতে তাদের ডাকেন। দীর্ঘ সময় কোনো সাড়া না পেয়ে তিনি ৯৯৯-এ ফোন করলে পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে ঢুকে মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার করে।
মানিকগঞ্জের পুলিশ সুপার ইয়াসমিন খাতুন বলেন, ‘শেখা আক্তার গত মাসে ওই ফ্ল্যাট ভাড়া নেন। তিনি প্রবাসী শাহিন দেওয়ানের দ্বিতীয় স্ত্রী। ছেলে আলভী তার আগের স্ত্রীর সন্তান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের কারণে শেখা আক্তার বিষপান করে আত্মহত্যা করেন এবং দুই সন্তানকেও হত্যা করেন।’
মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কেকে/ এমএ