বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, পঞ্চগড় জেলা শাখার সভাপতি ও পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী এমরান আল আমিন বলেছেন, ‘গণহত্যা, গুম, খুনের বিচার করে সরকারের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন চায় জনগণ।’
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার বোদা বাজারে নির্বাচনী গণসংযোগে তিনি এ কথা বলেন।
এ সময় এমরান আরও বলেন, ‘আগামী বছরের ফেব্রুয়ারি মাসে নির্বাচন আয়োজনের রোডম্যাপ ঘোষণা করা হয়েছে। সেই ধারাবাহিকতায় অন্য দলের মতো বাংলাদেশ জাসদও গোটা দেশে প্রার্থীদের মাধ্যমে জনগণের কাছে আমাদের কর্মসূচি পৌঁছে দিচ্ছে।’
এমরান আল আমিন আসনটি থেকে দলীয় প্রতীক মোটরসাইকেল মার্কা নিয়ে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হবেন।
গণসংযোগকালে তিনি উপজেলার বোদা বাজরের ব্যবসায়ী ও পথচারীদের মাঝে কুশল বিনিময় করেন। সেইসাথে আগামী সংসদ নির্বাচনে বাংলাদেশ জাসদকে সমর্থন ও ভোট দেওয়ার অনুরোধ জানান অধ্যাপক এমরান আল আমিন।
এ সময় বাংলাদেশ জাসদের পঞ্চগড় জেলা ও বোদা উপজেলার নেতৃবৃন্দ উপস্থিতি ছিলেন।
কেকে/ এমএ