জয়পুরহাটের ক্ষেতলালে ৩য় শ্রেণির শিক্ষার্থী তাসমিয়া জান্নাতকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবি জানানো হয়।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় ক্ষেতলাল পৌর এলাকার বটতলী বাজারে সানরাইজ মডেল স্কুলের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় শতাধিক মানুষ প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে মানববন্ধনে অংশ নেন।
বড়তারা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. নুরুল ইসলাম বলেন,‘তাসনিয়া হত্যাকাণ্ড আমাদের সমাজকে কাঁপিয়ে দিয়েছে। ঘাতকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।’
ক্ষেতলাল পৌর বিএনপির সভাপতি আব্দুল আলিম বলেন,‘এ ধরনের হত্যাকাণ্ড রোধে আইনের কঠোর প্রয়োগ দরকার।’
জয়পুরহাট জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম সাংগঠনিক সম্পাদক তবিবুর রহমান বলেন,‘যেই হোক না কেন, অপরাধীদের ছাড় দেওয়া যাবে না।’
সানরাইজ মডেল স্কুলের প্রধান শিক্ষক মো. মাহবুবুর রহমান বলেন,‘অপরাধীরা এই দেশেই অবস্থান করছে যেভাবেই হোক তাদের গ্রেফতার করে আইনের মাধ্যমে ফাসির ব্যবস্থা করুন।’
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত ) কামাল হোসেন বলেন,‘ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে। অলরেডি দুজনকে গ্রেফতার করেছে পুলিশ, দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।’
কেকে/বি