সনাতন ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্যে দুর্গাপূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে বান্দরবান প্রেসক্লাবের নেতৃবৃন্দরা এক মতবিনিময় সভা করেছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে বান্দরবান প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের সভাকক্ষে বান্দরবানের বিভিন্ন শারদীয় দুর্গাপূজা মন্ডপের নেতৃবৃন্দ এবং প্রেসক্লাবের সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় শারদীয় দুর্গাপূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দরা এবারের দুর্গাপূজা আরো জাঁকজমক, শান্তিপূর্ণ ও আনন্দময় করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন এবং দক্ষিণ চট্টগ্রামের বৃহৎ পূজামন্ডপ হিসেবে বান্দরবানের কেন্দ্রীয় দুর্গাপূজামন্ডপ পরিদর্শনের জন্য সকলের প্রতি অনুরোধ জানান। এসময় বক্তারা শান্তি ও সম্প্রীতির জেলা হিসেবে প্রতিবারেরমত এবারোও আরো নিত্যনতুন আয়োজনে এবারের পূজা সফলভাবে সম্পন্ন করার আশাবাদ ব্যক্ত করেন।
এসময় বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাবেক সাধারণ সম্পাদক মিনারুল হক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এন এ জাকির,শ্রী শ্রী সার্বজনীন কেন্দ্রীয় দুর্গোৎসব উদযাপন পরিষদ বান্দরবান এর সভাপতি রাজেশ্বর দাশ বিপ্লব, সাধারণ সম্পাদক সবুজ দত্ত বাচ্চু সহ বিভিন্ন দুর্গোৎসব উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভা শেষে পূজা উপলক্ষ্যে এক কেক কাটায় অংশ নেন সকলে এবং বান্দরবান প্রেসক্লাবের পক্ষ থেকে বান্দরবানের বিভিন্ন দূর্গাপূজা উদযাপন কমিটির জন্য সৌজন্য উপহার প্রদান করা হয়।
প্রসঙ্গত, বান্দরবানে এবার ৩১টি পূজা মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে আর আগামী ২৯ সেপ্টেম্বর মহাসপ্তমী, ৩০ সেপ্টেম্বর মহাঅষ্টমী, ১লা অক্টোবর মহানবমী ও ২রা অক্টোবর বিজয়া দশমী অনুষ্টিত হবে। দশমী পূজা শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে সাংগু নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এবারের শারদীয়া দুর্গোৎসব এর সফল সমাপ্তি ঘটবে।
কেকে/ এমএস