দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্রসংসদের রোডম্যাপ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার সময় বিশ্ববিদ্যালয় প্রশাসন এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দিয়েছে।
হাবিপ্রবি ট্রেজারার প্রফেসর ড. মো. আবু হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করে বলা হয়েছে, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী ছাত্র সংসদ সংক্রান্ত সংবিধি মহামান্য চ্যান্সেলর কর্তৃক অনুমোদন সাপেক্ষে আগামী ৬ নভেম্বর, ২০২৫ তারিখের মধ্যে এ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠানের যাবতীয় ব্যবস্থা কর্তৃপক্ষ গ্রহণ করবে।
সোমবার বিকালে শিক্ষার্থীদের সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং আগামী বুধবার (২৪ সেপ্টেম্বর) আলোচনা সভার জন্য হাবিপ্রবি ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. মো. এস এম এমদাদুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেই বিজ্ঞপ্তিতে উল্লেখ করে বলা হয়েছিল যে, 'HUCSTU' নীতিমালা প্রণয়ন উপলক্ষ্যে অত্র বিশ্ববিদ্যালয়ের সকল রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক ও সেবা মূলক ছাত্র সংগঠন প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। উক্ত মতবিনিময় সভা আগামী বুধবার (২৪ সেপ্টেম্বর) টিএসসি'র ৩য় তলার সভা কক্ষে সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। সেমতে, সকল ছাত্র সংগঠনের সভাপতি ও সেক্রেটারিসহ মোট ৫জন করে প্রতিনিধিকে উপস্থিত থাকার জন্য বলা হলো।
অপরদিকে হাবিপ্রবি ছাত্রশিবিরের নেতা-কর্মীরা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কেরাসহ কিছু শিক্ষার্থী দ্রুত সময়ের মাঝে হাকসুর রোডম্যাপ ঘোষণা দাবি করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অবস্থান নেয়। পরবর্তীতে রাত দুইটার সময় বিশ্ববিদ্যালয় প্রশাসন হাকসু নির্বাচনের রোডম্যাপের বিজ্ঞপ্তি প্রকাশ করে।
এদিকে হাবিপ্রবি ছাত্রদল বলছে আমরা হাকসু চাই এবং জুলাই আগস্টে হামলাকারীদেরও বিচার চাই। ছাত্রদল দাবি করে বলেছে হাকসুকে কেন্দ্র করে দিনাজপুর সদর থেকে বহিরাগত চারজন এসেছে। যার মধ্যে একজন এনসিপি নেতা রয়েছে বলে অভিযোগ জানা গেছে।
কেকে/এআর