শেরপুরের নালিতাবাড়ীতে ভালোবাসার দ্বন্দ্বের জেরে নির্মমভাবে প্রাণ হারিয়েছে আব্দুর রহমান (১৫) নামে এক কিশোর। দুই কিশোরের প্রেমের টানাপোড়েনের মাঝে পড়ে পিটিয়ে হত্যা করা হয় ঐ কিশোরকে।
হৃদয়বিদারক ঘটনাটি ঘটে গত রোববার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বাঘবেড় খড়িয়াপাড়া গ্রামে। নিহত আব্দুর রহমান উত্তর গড়কান্দা শিমুলতলা পল্লী বিদ্যুৎ এলাকার বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকালে বন্ধুদের সঙ্গে অটোরিকশা নিয়ে খড়িয়াপাড়া বেড়াতে গিয়েছিল আব্দুর রহমান। তার সঙ্গী ছিল পাঁচ বন্ধু—আশিক, স্বাধীন, জীবন, সিয়াম ও হিমেল। তাদের মধ্য থেকে একজন খড়িয়াপাড়ার এক কিশোরীকে পছন্দ করতো।
এদিকে ওই একই কিশোরীকে ভালোবাসতো খড়িয়াপাড়ার রোকন নামে আরেক কিশোর। কিশোরীর প্রতি আগ্রহ থেকেই রোকনের সঙ্গে বাইরে থেকে আসা কিশোরদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। বিকালে তাদের এলাকায় বেড়াতে আসার ঘটনাকে কেন্দ্র করে রোকন ও তার সঙ্গীরা ক্ষিপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে তারা আব্দুর রহমান ও তার বন্ধুদের ওপর অতর্কিত হামলা চালায়।
হামলায় গুরুতর আহত হন আব্দুর রহমান, আশিক ও হিমেল। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখান থেকে চিকিৎসক আব্দুর রহমানকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে সোমবার ভোররাতে তার মৃত্যু হয়।
নিহতের চাচা, সাবেক ইউপি সদস্য মতিউর রহমান জানান, ঘটনার পর মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে মরদেহ এখনো ঢাকা থেকে ফেরত না আসায় অভিযোগ দায়েরে সময় লাগছে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। তবে পুলিশ তদন্ত ও আইনগত প্রক্রিয়া অব্যাহত রেখেছে।
এদিকে, একজন নিরপরাধ কিশোরের এমন নির্মম মৃত্যুর ঘটনা এলাকায় শোকের ছায়া ফেলেছে। শুধু প্রেমের দ্বন্দ্বে এভাবে একজনের প্রাণ ঝরে যাওয়া সমাজে একটি গভীর প্রশ্নের জন্ম দিয়েছে।
কেকে/এআর