ছাত্রদল সভাপতিকে কমিশনারদের ফোনকলে ডাকার মন্তব্যটি রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল সুলতান আহমেদ রাহীর একান্তই ব্যক্তিগত এবং গুজব বলে জানিয়েছে রাকসু নির্বাচন কমিশন।
সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে কমিশনের সব সদস্য স্বাক্ষর করে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছাত্রদলের সভাপতির একটি বক্তব্য বিভিন্ন মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এতে তিনি দাবি করেন যে, 'নির্বাচন কমিশনার একটি সংগঠনের হামলা ঠেকানোর জন্য ছাত্রদলকে ডেকেছেন...', আমরা নির্বাচন কমিশনারগণ দ্ব্যর্থহীন কণ্ঠে বলছি যে, আমরা কেউই তার সাথে যোগাযোগ করিনি। উক্ত বক্তব্য একান্তই তার নিজের। এ বক্তব্যের সাথে নির্বাচন কমিশনের কোন সম্পর্ক নেই। এমতাবস্থায় রাকসু নির্বাচন কমিশন অফিসে সন্ত্রাসী হামলার যে গুজব ছড়ানো হচ্ছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সংশ্লিষ্ট সকলকে ধৈর্য্য, পরমত সহিষ্ণুতা প্রদর্শনের আহ্বান জানাচ্ছি। আমরা নির্বাচন কমিশনারগণ রাকসু নির্বাচন কমিশন অফিসে নিরাপদে আছি। রাকসু নির্বাচন প্রসঙ্গে গৃহীত সিদ্ধান্ত সরাসরি শিক্ষার্থী কিংবা মিডিয়ার সামনে উপস্থিত হয়ে ঘোষণা করার প্রয়োজন না থাকায় কোনো সংগঠন বা কোনো শিক্ষার্থী নির্বাচন কমিশনের কোনো সদস্যদের সাথে কথা বলার সুযোগ পায়নি।
এর আগে, গণমাধ্যমে ছাত্রদল সভাপতি সুলতান আহমেদ রাহী রাকসু কোষাধ্যক্ষের কার্যালয় আসার বিষয়ে এক মন্তব্যে বলেন, 'রাকসু নির্বাচন কমিশনাররা আমাদের ফোন করে বলে, বাবা আমাদেরকে বাঁচাও, ছাত্রশিবির সন্ত্রাসীরা আমাদের এখানে পিটিয়ে মেরে ফেলতে পারে।'
কেকে/এআর