পাটগ্রামে বউ-শাশুড়ির মেলা অনুষ্ঠিত
পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ৭:২৯ পিএম আপডেট: ২২.০৯.২০২৫ ৮:৫২ পিএম

ছবি: প্রতিনিধি
‘বউ-শাশুড়ির অঙ্গীকার গর্ভকালীন সেবার অধিকার’ -এই প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় অনুষ্ঠিত হয়েছে বউ-শাশুড়ি মেলা।
সোমবার (২২ সেপ্টেম্বর) বেসরকারি সংস্থা আরডিআরএস বাংলাদেশ জননী প্রকল্পের সহযোগিতায় স্থানীয় জোংড়া ন্যাশনাল হাইস্কুল মাঠে এ মেলার আয়োজন করা হয়।
মেলায় জোংড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে শতাধিক বউ-শাশুড়ি অংশ নেন।
মেলায় বিভিন অধিদপ্তরের স্টল বসানো হয়। মেলায় গর্ভবতী মায়েদেরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও গর্ভকালীন চেকআপ করা হয়। মা ও নবজাতকের স্বাস্থ্যসেবা ও প্রাতিষ্ঠানিক প্রসব করার জন্য সচেতনতামূলক পালা গান গাওয়া হয়।
জোংড়া উপ-স্বাস্থ্য কেন্দ্রে যেসব গর্ভবতী মা নরমাল ডেলিভারি করিয়েছেন, তাদেরকে পুরস্কার দেওয়া হয়।
মেলায় আসা শাশুড়ি মোর্শেদা বেগম জানান, জননী প্রকল্পের মাধ্যমে জানতে পেরেছেন কিভাবে গর্ভবতী মায়ের যত্ন নিতে হবে। তিনি তার ছেলের গর্ভবতী বউয়ের যত্ন নিচ্ছেন।
মেলায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ। বিশেষ অতিথি ছিলেন ডা. মো. খুরশিদুল ইসলাম। সভাপতিত্ব করেন জোংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মুজিবর রহমান।
কেকে/ এমএ