পাটগ্রামে চাঁদাবাজির অভিযোগে আটক ১
ইফতেখার আহাম্মেদ, পাটগ্রাম (লালমনিরহাট)
প্রকাশ: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ৩:২৯ পিএম

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী-লালমনিরহাট মহাসড়কে চাঁদাবাজির অভিযোগে আব্দুল আজিজ (৪২) নামের এক ব্যক্তিকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত।
জানা যায় সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে পাটগ্রাম পৌরসভার বুড়িমারী-লালমনিরহাট মহাসড়কের পাটগ্রাম সরকারি কলেজ মোড় নামক স্থানে উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশের নেতৃত্বে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারা সরকারি নির্দেশ অমান্য করে মহাসড়কে যানবাহন থামিয়ে চাঁদাবাজির অপরাধে আজিজকে আটক করে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
আটক আব্দুল আজিজ (৪২) মির্জারকোট গ্রামের মৃত আমির উদ্দিন ছেলে।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতকে পাটগ্রাম থানার এসআই হাসান মাহমুদের নেতৃত্বে পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা করে।
পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ বলেন, মহাসড়কে আইন অমান্য করে যানবাহন হতে জোরপূর্বক টাকা উত্তোলন করায় তাকে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
কেকে/এআর