কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির মানবিক বিভাগের শিক্ষার্থী তোহফা গোফরানকে মহানবী হযরত মোহাম্মদ (সা.) সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর মন্তব্যের অভিযোগে কলেজ প্রশাসন সাময়িকভাবে বহিষ্কার করেছে।
রোববার (২১ সেপ্টেম্বর) সকালে কলেজের উচ্চ মাধ্যমিক শাখার শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে এবং অধ্যক্ষের কাছে স্মারকলিপি প্রদান করে।
অভিযোগ ও প্রমাণ পর্যালোচনা করে কলেজ প্রশাসন ওই শিক্ষার্থীকে সকল একাডেমিক কার্যক্রম, পরীক্ষা ও অন্যান্য কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে। এছাড়া তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ এবং তদন্ত কমিটি গঠনের প্রক্রিয়া চলছে
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, এই তোহফা গোফরানকে শুধু বহিষ্কার করলে হবে না। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। এছাড়া তাকে দিয়ে এসব কে করিছে তাকেও খজে বের করতে হবে। সাম্প্রতি সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্ম নিয়ে অনেক উস্কানিমূলক বার্তা ছড়িয়ে পড়েছে। এর একটি অংশ হতে পারে এটা।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল বাসার ভূঁঞা বলেন, আমরা ইতিমধ্যে তাকে সাময়িকভাবে বহিষ্কার করেছি। বিষয়টি যাচাই করার জন্য তদন্ত কমিটি গঠন করেছি। প্রশাসনসহ উচ্চ মাধ্যমিক বোর্ডকে আমরা জানিয়েছি যাতে তারা ব্যবস্থা গ্রহণ করতে পারে।
কেকে/ আরআই