নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বাংলা বাজার এলাকার পাচানী গ্রামে বজ্রপাতে সিরাজ মিয়া নামে এক কৃষক নিহত হয়েছেন।
রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে মাঠে কাজ করার সময় এ ঘটনাটি ঘটে। তিনি পাচানী গ্রামের মোহাম্মদ আলীর ছেলে এবং পেশায় কৃষিকাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে মাঠে কৃষিকাজ করার সময় হঠাৎ বজ্রপাত হলে সিরাজ মিয়া গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম বলেন, “বিকেলে বজ্রপাতে সিরাজ মিয়া নামে এক ব্যক্তি মারা গেছেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”
কেকে/ আরআই