বাইসাইকেলে লাগিয়েছেন মোটরসাইকেলের ইঞ্জিন। আর দুইটি কোকাকোলার বোতল দিয়ে বানিয়েছেন তেলের ট্যাংকি। এ রকম একটি অদ্ভুত মোটরসাইকেল তৈরি করেছেন টাঙ্গাইলের সখীপুর উপজেলার কচুয়া হাজী চৌরাস্তা গ্রামের শাকিল (১৯) নাম।
দীর্ঘ ৪ মাসের অক্লান্ত পরিশ্রম আর নিজের জমানো টাকায় এ স্বপ্ন বাস্তবায়ন করেছেন তিনি। এই মোটরসাইকেল তৈরিতে শাকিলের খরচ হয়েছে ৬২ হাজার ২০০ টাকা। আশ্চর্যের বিষয় হলো, তার তৈরি মোটরসাইকেলটি প্রতি লিটার তেলে ৫০-৬০ কিলোমিটার চলতে পারে।
শাকিল জানান, শৈশব থেকেই সাইকেল স্ট্যান্ড করে সেই ভিডিও ইউটিউবে আপলোড করতেন তিনি। যন্ত্রপাতি নিয়ে কাজ করার শখ ছিল তার। সেই শখ থেকেই তিনি নতুন কিছু করার চিন্তা করেন। অবশেষে সফল হয়ে এখন আশপাশের মানুষের প্রশংসা কুড়াচ্ছেন তিনি।
মোটরসাইকেলটি তৈরি করতে ১৫০ সিসির একটি ইঞ্জিন ব্যবহার করেছেন তিনি। সম্পূর্ণ নিজস্ব ডিজাইনে করা এই মোটরসাইকেলের সামনে রয়েছে অয়েল ব্রেক এবং পিছনে রয়েছে ইঞ্জিন ব্রেকের সুবিধা। ভবিষ্যতে ১ হাজার সিসির ইঞ্জিন দিয়ে ৪ চাকার একটি বাইক তৈরির চিন্তাভাবনা রয়েছে তার।
সরকারি অর্থ সহায়তা পেলে আরো আধুনিকায়নের মাধ্যমে এটিকে রপ্তানি করা সম্ভব বলে দাবি করেন শাকিল।
শাকিলের বাবা দেলোয়ার হোসেন জানান, ছেলের এই আবিষ্কার নিয়ে তিনি গর্বিত।
স্থানীয়দের মতে, এ ধরনের উদ্ভাবনী কাজ তরুণ সমাজকে আরো অনুপ্রাণিত করবে।
স্থানীয় মোহাম্মদ সানি জানান, যে সময়টাতে যুবক সমাজ মোবাইল গেম, অনলাইন জুয়ায় আসক্ত সেই সময়টাতেই শাকিল একটি বাইসাইকেলকে মোটরসাইকেলে রূপান্তরিত করেছে। এটি আমাদের জন্য খুবই ভালো একটি দিক।
প্রযুক্তির এই যুগে শাকিলের মতো তরুণরা নিজের মেধা ও শ্রম দিয়ে দেশীয় পর্যায়ে নতুন নতুন উদ্ভাবন করলে একদিন আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশকে পরিচিত করতে পারবে— এমনটাই বিশ্বাস এলাকার মানুষদের।
কেকে/ এমএ