চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (২১ সেপ্টেম্বর) উপজেলার বটতলী মোটর স্টেশনে ব্যাংক এশিয়া ভবনের তয় তলায় স্থিত এয়ারকন্ডিশনের ওপর থেকে এয়ারকন্ডিশনের যন্ত্রাংশ খোলা অবস্থায় যুবকের মরদেহটি উদ্ধার করেছে লোহাগাড়া ফায়ার সার্ভিস টিম।
স্থানীয়রা জানান, সকালে স্কুল রোড সড়ক দিয়ে আসার সময় দূর থেকে ব্যাংক এশিয়া ভবনের দিখে চোখ গেলে মরদেহটি দেখতে পান তিনি। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসকে কল দিলে উদ্ধারকর্মীরা এসে মরদেহটি উদ্ধার করতে সক্ষম হন। কিন্তু এলাকাবাসীরা কেউই মরদেহটির পরিচয় সনাক্ত করতে পারেননি বলেও জানান।
লোহাগাড়া ফায়ার সার্ভিসের এসও আজাদুল ইসলাম জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে আসি। ৩য় তলার ছাঁদের আউটসাইডে হওয়ায় মরদেহটি উদ্ধার করতে কিছু বিলম্ব হয়। এখনও পর্যন্ত মরদেহটির কোনো পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা যায় সে এসি খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।
কেকে/ এমএস