দুপুর ২টা পর্যন্ত যে শিশুটি মাতিয়ে রেখেছিল পুরো বাড়ি, ১ ঘন্টার ব্যবধানে তিন বছরের সেই প্রাণোচ্ছল ফারহান এখন কেবলই ছবি। পানিতে ডুবে প্রাণ হারিয়েছে সে। তার নিথর দেহ দেখে পরিবারের সদস্য ও স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো বাড়ি।
শনিবার (২০ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের শত্রুমর্দন গ্রামে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।
নিহত ফারহান শত্রুমর্দন গ্রামের খারাশাবাড়ির ওয়াসিম উদ্দিনের ছেলে ও নুর মিয়ার নাতি।
স্থানীয়রা জানান, দুপুর ২টার দিকে দাদির সাথে পুকুরঘাটে আসে ফারহান। কাজের খেয়ালে রেখে দাদিকে ফাঁকি দিয়ে পেছন থেকে চলে যায় সে। এর কিছুক্ষণ পর তার অনুপস্থিতি লক্ষ্য করে তাকে খোঁজাখুজি শুরু করেন দাদীসহ বাড়ির সকলেই। প্রায় ঘন্টাখানেক পর বাড়ির দক্ষিণ পাশে ডুবার কচুরিপানায় ভাসতে দেখা যায় ফারহানের মরদেহ। উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফুটফুটে শিশু ফারহানের এমন মৃত্যু মেনে নিতে পারছেন না তার পরিবার ও স্বজনরা। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়। একমাত্র ছেলেকে হারিয়ে বার বার মোর্ছা যাচ্ছেন মা-বাবা ও ফুফু। শোকে কাতর হয়ে বাকরুদ্ধ দাদা নূর মিয়া।
খবর পেয়ে উপপরিদর্শক (এসআই) তুষারের নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন করেছে শান্তিগঞ্জ থানা পুলিশ।
ফারহানের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ইকবাল হাসান।
কেকে/ এমএ