গাজীপুরের শ্রীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কেওয়া পূর্বখণ্ড গ্রামে নয় মাস ধরে নিজ বাড়িতে অবরুদ্ধ অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন পঞ্চাশোর্ধ্ব বিধবা শামসুন্নাহার বেগম। চারদিকে বাঁশ, কাঠ ও কাঁটাতারের ঘন বেড়া দিয়ে তার বসতভিটা ঘিরে দেওয়ায় তাকে প্রতিদিন মই বেয়ে দেয়াল টপকে চলাফেরা করতে হচ্ছে।
শামসুন্নাহার জানান, স্বামী আমিরুল ইসলামের মৃত্যুর পর একমাত্র ছেলে সাইফুল ইসলাম দিপুকে নিয়ে স্বামীর কেনা সাড়ে তিন শতাংশ জমিতে বসবাস করছেন তিনি। জমিটির মূল্য এখন কোটি টাকা ছাড়িয়ে যাওয়ায় স্থানীয় প্রভাবশালী ব্যক্তি নূরুল হুদা এটি দখলের চেষ্টা করছেন বলে অভিযোগ করেন তিনি।
শামসুন্নাহার বলেন, “এক কেজি চাল আনতে হলেও দেয়াল টপকাতে হয়। প্রতিদিন হুমকি দেওয়া হচ্ছে—জমি ছেড়ে না গেলে বুলডোজার চালিয়ে দেওয়া হবে।”
তার ছেলে সাইফুল ইসলাম দিপু জানান, “আমার মাকে কয়েক দফা মারধর করা হয়েছে। কিন্তু মা বাবার ভিটেমাটি ছাড়তে রাজি নন। নয় মাস ধরে আমরা ভয় আর আতঙ্কে আছি।”
অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত নূরুল হুদা বলেন, “আমি কার নির্দেশে কাজ করছি তা তাদের কাছ থেকে জানুন। বেড়া বা জায়গা নিয়ে আমার কিছু বলার নেই।”
এ বিষয়ে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব আহমেদ বলেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে। পরিবারটিকে আইনি সহায়তা দিতে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে নয় মাস ধরে নিজের ভিটেমাটিতে অবরুদ্ধ এক বিধবার দেয়াল টপকে চলাফেরার বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেছেন।
কেকে/ আরআই