সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় হাজারো চক্ষু রোগীকে চিকিৎসা সেবা দিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সাবেক উপদেষ্টা রেজাউল কবির জায়গীরদার রাজা।
শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০ টায় শান্তিগঞ্জ উপজেলার নোয়াখালী সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে এই চিকিৎসা সেবার উদ্বোধন করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুকান্তা সাহা।
দিনব্যাপী এই শিবিরে উপজেলার শিমুলবাঁক, জয়কলস, পাথারিয়া ও পশ্চিম বীরগাঁও ইউনিয়নের হাজারো চক্ষু রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা দেওয়া হয়েছে। চিকিৎসা নিতে আসা রোগীদের বিনামূল্যে ঔষধ ও চশমা দেওয়া হয়েছে। অপারেশনের রোগীদেরকে নিজস্ব ব্যবস্থাপনায় মৌলভীবাজারের একটি হাসপাতালে নিয়ে অপারেশন শেষে বাড়িতে পৌঁছে দেবেন তারা। চক্ষু শিবিরের ব্যবস্থাপনা করেছে সচেতন নাগরিক পরিষদ শান্তিগঞ্জ।
রেজাউল কবির জায়গীরদার রাজা বলেন, ‘আমরা এর আগেও একাধিকবার এ ধরনের উদ্যোগ নিয়েছিলাম। বহু মানুষ উপকৃত হয়েছেন। আমাদের উপজেলার পশ্চিমাঞ্চলের ইউনিয়নগুলোর যাতায়াত ব্যবস্থা একেবারেই নাজুক। অনেকে চাইলেই বাইরে গিয়ে চিকিৎসা সেবা নিতে পারেন না। অনেকের আর্থিক সংকট রয়েছে। আমরা তাদের কথা চিন্তা করে এ উদ্যোগ নিয়েছি। ৭ জন অভিজ্ঞ ডাক্তার ও আরো প্রায় ১০ জন নার্স স্বেচ্ছাসেবক রোগীদের চিকিৎসা দিয়েছেন। আমাদের লক্ষ্যমাত্রা ছিল ১ হাজার মানুষকে এই সেবার আওতায় আনা। আমরা তা পেরেছি। কিছু মানুষকে বিনামূল্যে অপারেশনও করিয়ে দেবো। আমাদের অন্য কোনো উদ্দেশ্য নেই। আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এই কাজটুকু করে যাচ্ছি। সকলের দোয়াই আমাদের মূল অর্জন।’
বিনামূল্যে চক্ষু সেবা পেয়ে উচ্ছ্বসিত সাধারণ রোগীরা। বহু দূর-দুরান্ত থেকে চিকিৎসা নিতে নোয়াখালী স্কুলে এসেছেন তারা।
নব্বইয়োর্ধ্ব নারী তারা বানু ও সত্তরোর্ধ্ব আব্দুর রহমান বলেছেন, ‘দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছি। দূরে গিয়ে চিকিৎসা নিতে পারছি না। বাড়ির কাছে বিনামূল্যে এই সেবা নিতে পারায় ভালো লাগছে। যারা এই আয়োজন করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা।’
দুপুর ১২টায় চক্ষু শিবির পরিদর্শন করেন সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য ফারুক আহমদ। এ সময় উপস্থিত ছিলেন পশ্চিম বীরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার খোকন, সচেতন নাগরিক পরিষদের সভাপতি মঞ্জুর আলী, কোষাধ্যক্ষ আবদুল ওয়াদুদ, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন বিএনপি নেতা মতিউর রহমান ও ফরিদুর রহমান ফরিদ।
কেকে/ এমএ