গাইবান্ধার সুন্দরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালি, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা মহিলা দলের আয়োজনে দলীয় কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে, আনন্দ র্যালি কলেজ মোড় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
উপজেলা মহিলা দলের সভাপতি বিউটি বেগমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি মোজহারুল ইসলাম, জেলা বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর আলম সরকার জিন্নাহ, বিএনপির নেতা আরেফিন আজিজ সরদার সিন্টু।
সভায় বক্তব্য বিএনপি নেতা মনোয়ার আলম সরকার, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নজমুল হুদা, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইফতেখার হোসেন পপেল, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক নাহমুদুল হক রাসেল, আরাফাত উল ইসলাম।
সভায় বক্তারা বলেন, ‘জাতীয়তাবাদী মহিলা দল দেশের নারী নেতৃত্ব ও সমাজকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ৪৭ বছরের পথচলায় দলটি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক উদ্যোগে নেতৃত্ব দিয়ে নারী ক্ষমতায়ন, সমতা ও জনকল্যাণে অবদান রেখেছে। আশা করি, আগামী দিনে নারী নেত্রীদের অংশগ্রহণ আরও শক্তিশালী হবে এবং তারা স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অবদান রাখবে।’
বক্তারা আরও বলেন, ‘নারীর শিক্ষা, স্বাস্থ্য, অর্থনৈতিক স্বাবলম্বিতা ও সুরক্ষা নিশ্চিত করা আজকের প্রয়োজন। মহিলা দল নতুন প্রজন্মের নারীদের দক্ষতা বৃদ্ধি ও নেতৃত্ব বিকাশে বিশেষ গুরুত্ব দিচ্ছে, যাতে সমাজের প্রতিটি স্তরে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি পায় এবং সমাজ আরও সমতাভিত্তিক ও উন্নত হয়।’
কেকে/এমএ