পূর্বাচলের ৩০০ ফিট ও ঢাকা বাইপাস সড়ক যেন ছিনতাইকারীদের পাতানো ফাঁদ। এ রোডে যাওয়াতকারী দামী মোটরসাইকেল ও নারীসহ বাইকরাদের টার্গেট করে মধ্যরাতে কখনো দিনে দুপুরে ছিনতাই করার ঘটনা বেড়েই চলছে।
সম্প্রতি নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তরিকুল ইসলামের নেতৃত্বে বহুল আলোচিত ও চাঞ্চল্যকর ইউটিউবার জিসানকে কুপিয়ে মোটরসাইকেল ছিনতাই মামলার আসামি ইমতিয়াজ লিমনকে (২০) গ্রেফতার এবং ছিনতাইকৃত মোটরসাইকেল ও ছিনতাই কাজে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করার পর এমন তথ্য পাওয়া গেছে।
রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তরিকুল ইসলাম সাংবাদিকদের জানান, সম্প্রতি ইউটিবার জিসান (১৮) নামীয় ভুক্তভোগী ঢাকার মিরপুর থেকে একটি সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেলে ১১ সেপ্টেম্বর রাত দেড়টার দিকে রূপগঞ্জ থানাধীন সদর ইউনিয়নের পূর্বাচল ৩০০ ফিট গোল চত্বর এলাকায় তার বন্ধু ফয়সাল (২২) নিজ নিজ মালিকানাধীন মোটরসাইকেল যোগে বেড়ানোর উদ্দেশ্যে আসে।
পরবর্তীতে রাত ২ টার দিকে কুমিল্লার উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে রওনা হলে ঢাকা বাইপাস সড়কের কাঞ্চন পৌরসভার কুশাবো এলাকায় পৌঁছলে অজ্ঞাতনামা ৩জন দুষ্কৃতিকারী ভিকটিম জিসানের মোটসাইকেলের গতিরোধ করে থামায়। অজ্ঞাতনামা ৩ জন দুষ্কৃতিকারীর মধ্যে ২ জন দুষ্কৃতিকারী তাদের হাতে থাকা ধারালো দা দিয়ে ভিকটিমকে হত্যার উদ্দেশ্যে হাতে কোপ মেরে আঙ্গুলে কাটা রক্তাক্ত জখম করে। অপর বন্ধু ফয়সাল দুষ্কৃতিকারীদের বাধা প্রদান করিলে তাদের মধ্যে থেকে একজন ফয়সালকে হত্যার উদ্দেশ্যে ধারালো দা দিয়ে এলোপাথাড়ী মাথায়, ডান হাতে কবজীতে কোপ মেরে রক্তাক্ত জখম করে।
অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীগন ভিকটিম জিসানের আইফোন-১৪ প্রো ম্যাক্স মোবাইল, এবং মোটরসাইকেল নিয়ে দ্রুত ঢাকা গামী রাস্তা ৩০০ ফিটের দিকে পালিয়ে যায়। এ সময় ভুক্তভোগী জিসান জাতীয় জরুরী সেবা ৯৯৯ মাধ্যমে জানালে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জকে অবগত করেন। সংবাদ প্রাপ্তির দশ মিনিটের মধ্যে ভুলতা পুলিশ ফাঁড়ি, রূপগঞ্জ এর টিম এবং অফিসার ইনচার্জ, রূপগঞ্জ থানা ঘটনাস্থলে পৌঁছে ভিকটিম ও তার বন্ধুকে উদ্ধার করে তাদেরকে ডিকেএমসি হাসপাতাল রূপগঞ্জে নিয়ে আসে।
ডিকেএমসি হাসপাতাল কর্তৃপক্ষ তাদেরকে ঢাকা মেডিকেল হাসপাতালে রেফার্ড করলে, রূপগঞ্জ থানা পুলিশ ভিকটিমদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকায় এ্যাম্বুলেন্স যোগে প্রেরণ করে। ঘটনাস্থল হতে রূপগঞ্জ থানা পুলিশ ভিকটিমন্বয়ের একটি মোটর সাইকেল এবং আসামিদের ব্যবহৃত একটি মোটর সাইকেল উদ্ধার করে। ওই ঘটনায় ভিকটিম জিসান বাদী হয়ে একটি মামলা প্রদান করলে রূপগঞ্জ থানা এর একটি টিম বিশ্বস্থ গুপ্তচর ও আধুনিক তথ্য প্রযুক্তির মাধ্যমে ঘটনায় জড়িত আসামিদের অবস্থান নিশ্চিত হয়।
অভিযান পরিচালনা করে আসামি ইমতিয়াজ লিমন ওরফে রিমন (২০) কে গাজীপুরের কাশিমপুর থানা এলাকার বারেন্ডা নামীয় স্থান থেকে গতকাল গ্রেফতার করা হয়৷
পুলিশ জানায়, আসামি ইমতিয়াজ লিমন ওরফে রিমনকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে আরো দুইজন এ ছিনতাই কাজে জড়িত মর্মে স্বীকার করে। তার স্বীকারোক্তি ও দেখানো মতে অভিযান পরিচালনা করে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানাধীন বেপারীপাড়া সাকিনস্থ ভুলতা গাউছিয়া টু আড়াইহাজার গামী রাস্তায় বিনাইরচর সেতুর পশ্চিম পাশে ছিনতাইকৃত মোটরসাইকেল উদ্ধারপূর্বক জব্দ করা হয় এবং মামলার মূল ঘটনাস্থল রূপগঞ্জ থানাধীন কাঞ্চন পৌরসভার কৃশাবো সাকিনস্থ পাঁকা রাস্তার পশ্চিমপাশে রাস্তার কিনারা হইতে ২০ সেপ্টেম্বর ছিনতাই কাজে ব্যবহৃত অস্ত্র দা উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা রূপগঞ্জ থানাধীন ৩০০ ফিট রোডসহ ঢাকা-সিলেট হাইওয়ে রোডে মোটরসাইকেল ছিনতাই করে থাকে। তারা মহাসড়কে দামী মোটরসাইকেল ও নারীসহ বাইকারদেরকে টার্গেট করে মোটরসাইকেল চালককে ধাওয়া করে পথরোধ করে এবং চালককে অতর্কিত হামলা করে জখম করে মোটর সাইকেল ছিনতাই করে দ্রুত পালিয়ে যায়।
কেকে/ এমএস