স্ত্রী সন্তানদের সাথে দেখা করতে শ্বশুরবাড়ি যাওয়ার পথে নির্মাণাধীন ব্রীজের সাথে মোটরসাইকেলের ধাক্কায় মিজবাহ মোাড়ল নামে এক সৌদি প্রবাসীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত ২ টায় শিবচর উপজেলার সন্নাসীর চর ইউনিয়নের আজগর হাওলাদার কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মিজবাহ উপজেলার মাদবরেরচর ইউনিয়নের বাখরের কান্দি এলাকার মৃত আইয়ুব আলী মোড়লের ছেলে। সে সৌদি আরব থাকেন। তিনি গতকালই দেশে ফিরেছেন।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে সৌদি আরব হতে নিজ বাড়িতে আসেন। মধ্যরাতে মেজবাহ তার এক নিকট আত্মীয়ের মোটরসাইকেল যোগে শ্বশুরবাড়ি স্ত্রী-সন্তানের সাথে দেখা করার জন্য রওয়ানা হন।পথিমধ্যে সন্যাসিরচর ইউনিয়নের আজগর হাওলাদার কান্দি এলাকায় পৌছালে মোটরসাইকেলটি নির্মাণাধীন ব্রীজের সাথে সজোরে ধাক্কা লেগে নীচে গর্তের পানিতে পড়ে যায় এবং মোটরসাইকেলটি তার উপরে পড়ে। মোটরসাইকেলটি স্ট্রার্ট থাকায় ইন্ট্রিগেটর লাইটটি জ্বলতে থাকে। ঐ রাস্তা দিয়া চলাচলরত স্থানীয় লোকজন ব্রীজের নীচের গর্তে মোটরসাইকেলের লাইট জ্বলতে দেখে ৯৯৯ কল দেন। দত্তপাড়া পুলিশ ফাড়ীর একটি টীম রাত ৪টার দিকে ঘটনাস্থলে গিয়ে উপস্থিত লোকজনের সহায়তায় মৃতদেহ উদ্ধার করেন।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জহিরুল ইসলাম বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
কেকে/বি