নওগাঁর রাণীনগর উপজেলায় পুকুর থেকে মানসিক ভারসাম্যহীন প্রতিবন্ধী দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গোনা ইউনিয়নের ঘোষগ্রাম মন্ডলপাড়া গ্রামের এ ঘটনা ঘটে।
নিহত দুই ভাই হলেন মফিজ প্রামানিক (৬৫) ও হবিজ প্রামানিক (৪৫)। তারা ঘোষগ্রাম মন্ডলপাড়া গ্রামের মৃত হায়ের প্রামানিকের ছেলে।
নিহতের ছোট ভাই বেলাল প্রামানিক বলেন, ‘মফিজ ও হবিজ দু্ই ভাই ছোটবেলা থেকে মানসিক ভারসাম্যহীন। বাবা-মা জীবিত না থাকায় ছোটবেলা থেকেই ভিক্ষা করে জীবনযাপন করতেন। তাদের বিয়েও হয়নি।’
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে মফিজ ও হবিজ বাড়ির পাশে ঘোরাফেরা করছিলেন। এরপর থেকে তাদের কোন খোঁজ ছিল না। বহু খোঁজাখুঁজি করেও তাদেরকে রাতে পাওয়া যায়নি।
শুক্রবার দুপুর ১২ টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে এক ভাইয়ের মরদেহ পানিতে ভেসে উঠে। এরপর তার মরদেহ উদ্ধার করা হয়। পরে ওই পুকুরের পানিতে খোঁজাখুজি করে অপর ভাইয়েরও মরদেহ উদ্ধার করা হয়।
বেলাল প্রামানিক বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- রাতের বেলায় অসাবধানতাবশত তারা দুইজনই ওই পুকুরে পড়ে ডুবে মারা যান।’
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ রায়হান বলেন, ‘দুই সহোদরের মৃত্যুর খবর শোনার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে। তবে, দুই ভাইয়ের এক সাথে মৃত্যু ঘটনাটি তদন্ত করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে দুইটি মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
কেকে/ এমএ