বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সাতক্ষীরার শ্যামনগরে ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু হয়েছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় শ্যামনগরের শ্রীফলকাটি মালঞ্চ টেকনিকেল কলেজে এ ক্যাম্পের উদ্বোধন করেন সাবেক এমপি, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও বিএনপির মনোনয়ন প্রত্যাশী কাজী আলাউদ্দিন।
ক্যাম্পে নেতৃত্ব দেন কাজী আলাউদ্দিনের কন্যা চিকিৎসক রিফাত জাহান। তার নেতৃত্বে ১৫ জন বিশেষজ্ঞ চিকিৎসক উপস্থিত থেকে দুই দিনের এ ক্যাম্পে সাধারণ মানুষের স্বাস্থ্য পরীক্ষা, ডায়াবেটিস, রক্তচাপ, চোখ, দাঁত ও শিশুদের রোগ নির্ণয়সহ চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ফ্রি ওষুধ বিতরণ করবেন।
স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সমাজসেবক ও সাধারণ মানুষ এ আয়োজনকে সাধুবাদ জানিয়ে নিয়মিতভাবে এ ধরনের সেবা কার্যক্রম চালুর আহ্বান জানান।
কেকে/ এমএ