কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের গহীন পাহাড়ি এলাকা থেকে মানবপাচারের শিকার ৬৬ জন নারী, পুরুষ ও শিশুকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের যৌথ টিম।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।
বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার মো. সিয়াম-উল-হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, একটি চক্র সমুদ্রপথে বিদেশে পাচারের উদ্দেশ্যে স্থানীয় দালালদের মাধ্যমে এসব নারী-পুরুষকে পাহাড়ের গহীনে জড়ো করেছিল। যৌথ অভিযানে তাদের সেখান থেকে উদ্ধার করা সম্ভব হয়।
এর আগে মাত্র কয়েকদিন আগেই নৌবাহিনী মালয়েশিয়া পাচারকালে আরও বেশ কয়েকজনকে উদ্ধার করেছিল। একদিন পেরোতে না পেরোতেই পাচারকারীরা আবারও একই এলাকায় নতুন করে মানুষ জড়ো করে পাচারের চেষ্টা করছিল বলে জানায় সংশ্লিষ্ট সূত্র।
গোয়েন্দা তথ্য অনুযায়ী, পাচারকারী চক্র দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চল ও রোহিঙ্গা ক্যাম্প থেকে মানুষ সংগ্রহ করে উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে পাচার করে আসছিল। পাহাড়ে জড়ো করে তাদের আটকে রেখে নির্যাতনের মাধ্যমে মুক্তিপণ আদায়ের চেষ্টাও চলছিল বলে জানা গেছে।
এদিকে অভিযানের সময় উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে চক্রের সদস্যদের চিহ্নিত ও গ্রেপ্তারে নৌবাহিনী ও কোস্ট গার্ডের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।
মানবপাচার রোধে ভবিষ্যতেও এ ধরনের যৌথ অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে সংশ্লিষ্ট বাহিনী।
কেকে/ আরআই