নওগাঁ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক পুশইন হয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে ১৬ জন বাংলাদেশিকে আটক করেছে বিজিবি।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ভোরে বিএসএফ বাংলাদেশে পুশইন করার পর বিজিবি তাদের আটক করে।
গণমাধ্যমকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, পত্নীতলা ব্যাটালিয়নের (১৪ বিজিবি) শীতল মাঠ বিওপির টহল দল সীমান্ত পিলার ২৫৪/১-এসের কাছে পুকুর ক্যাম্প থেকে পুশইন হওয়া এসব বাংলাদেশিকে আটক করে। আটকদের মধ্যে ৭ জন পুরুষ, ৪ জন নারী ও ৫ জন শিশু রয়েছে।
আটকদের মধ্যে ১৫ জন নাটোর জেলার লালপুর উপজেলার কলোনীপাড়া গ্রামের বাসিন্দা।
আটককৃত ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা বেশ কয়েক বছর পূর্বে রাজশাহী সীমান্ত দিয়ে ভারতে গিয়েছিল।
বিস্তারিত তথ্য জানার জন্য ও আত্নীয়-স্বজনদের মাধ্যমে বাংলাদেশী জাতীয় পরিচয়পত্র এবং জন্ম নিবন্ধন সনদপত্র যাচাই বাছাই করতে পত্নীতলা থানায় তাদেরকে হস্তান্তর করা হয়।
আটকৃতরা হলেন মোতালেব শেখ (৪৫), শফিকুল ইসলাম (৩৫), মজনু বিশ্বাস (৪৮), নয়ন খা (৬০), মুকুল শেখ (২৫), এলিনা খাতুন (২৮), মৃদুল শেখ (২০), সমির (১১), বিনা খাতুন (৩৫), মিম (৮), মরিয়ম খাতুন (১০), রোজিনা খাতুন (১৮), মিরা খাতুন (৮ মাস), জোসনা বেগম (৫০) ও জান্নাতুল সরকার (১০)। এছাড়াও পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার চরকুরুলিয়া গ্রামের বাসিন্দা মিরাজ শেখকে (১৮)।
পত্নীতলা ব্যাটালিয়নের (১৪ বিজিবি) অধিনায়ক ইকবাল হোসেন বিএসএফ কমান্ড্যান্টকে মোবাইল ফোনে কল করে প্রতিবাদ জানিয়েছে।
কেকে/এমএ