আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে লালমনিরহাটের আদিতমারীতে উপজেলা প্রশাসনের আয়োজনে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিধান কান্তি হালদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন—আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আকবর, কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতি (আদিতমারী অফিস) এর ডিজিএম মোসাদ্দেকুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু, উপজেলা বিএনপির সদস্য সচিব সালেকুজ্জামান প্রামানিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হবি, উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মমতাজ উদ্দিন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সম্পাদক তপন কুমার ঘোষ এবং হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি মৃণাল কান্তি রায় প্রমুখ।
সভায় আসন্ন দুর্গোৎসব যাতে ধর্মীয় মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়, সে লক্ষ্যে নানা সিদ্ধান্ত গৃহীত হয়। সভা শেষে উপজেলার ১১৪টি পূজামণ্ডপের সভাপতিদের মধ্যে সরকারি বরাদ্দ হিসেবে ৫০০ কেজি করে জিআর চালের ডিও প্রদান করা হয়।
এ সময় উপজেলার ইউনিয়নভিত্তিক পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, বিএনপি ও জামায়াতের উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
কেকে/ আরআই