লাইসেন্স না থাকায় হবিগঞ্জ শহরের বেসরকারি হাসপাতাল ‘হেলথ কেয়ার’–কে সিলগালা করেছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১৮ অক্টোবর) দুপুরে শহরের সিনেমা হল রোডে অবস্থিত এ হাসপাতালটিতে অভিযান পরিচালানা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বুলবুল আক্তার সেতু। অভিযানে হাসপাতালের মালিক মতিউর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সহযোগিতা করেন হবিগঞ্জ সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. শরীফ মো. সানজিদ জামান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা। এছাড়া সদর থানার এসআই দেলোয়ারের নেতৃত্বে পুলিশের একটি দল আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করে।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বুলবুল আক্তার সেতু জানান, হেলথ কেয়ার হাসপাতাল দীর্ঘদিন ধরে কোনো বৈধ লাইসেন্স ছাড়াই পরিচালিত হচ্ছিল। সেখানে কোনো ডাক্তার পাওয়া যায়নি, নার্স দিয়ে চিকিৎসা দেওয়ার অভিযোগ রয়েছে। ল্যাবেও ছিল না মানসম্মত সেবা। এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে।
কেকে/ আরআই